I spent about six years of my life in Sylhet. In fact, the best days of my life were spent in Sylhet. For those who don't know, Sylhet is a small beautiful city in Bangladesh. I completed mu graduation from Shahjalal University of Science and Technology in Sylhet. I will say another day about my university, today i want to tell about my feelings . When I came to Sylhet six years ago, I didn't know anyone. But no one else loved me as much as Sylhet, I will never get so much freedom and happiness again. This city has helped me to recognize myself. Whenever I was upset, I went around the whole city alone or with friends. There can be nothing more beautiful to me than the rain of Sylhet. Maybe no one will believe, but tears are coming to my eyes as I write these lines.
The world will be all right again one day, if I survive I will definitely see a new day, but I will never return to the house I left behind. The time to leave Sylhet is approaching. Once again a huge beautiful moon will rise in the sky of Sylhet, but I will not see it. The festival will come again, my favorite organization, my favorite university will be buzzing with new member calls like every year, just i don’t get to see .
I rememberd the lines of my favorite poem,
মনে পড়ছে আমার প্রিয় কবিতার লাইনগুলো,
ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি সবুজ পাতারা।
ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।
ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাশিঁ।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।।
ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল
ভালো থেকো বক আড়িয়ল বিল,
ভালো থেকো নাও, মধুমতি গাও,ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।
_হুমায়ুন আজাদ
-Humayun Azad
ভালো থেকে সিলেট, আমার ভালোবাসা।
I visited sylhet! It isso beautiful place! You just forget everything when you go in middle of the green!