দিনকে দিন বেঁচে থাকাটা এতো কঠিন হয়ে যাচ্ছে কেনো বুঝতেছি না। প্রতিদিন চেষ্টা করছি, নিজেকে একটু কম ঘৃণা করতে, আর একটু বেশি ভালোবাসতে। কিন্তু, কিছুই হচ্ছে না। দিনশেষে, দেখা যাচ্ছে নিজের প্রতি ঘৃণার পরিমান বরং বেড়েই চলছে।
আজকাল নিজেকে কন্ট্রোল করতে পারছি না। পারছি না, নিজেকে মেনে নিতে। চেষ্টা করছি, নিজের ইমোশনকে চেপে যেতে; কিন্তু তারপরও প্রকাশ করে ফেলছি কোনোমতে। এতে ক্ষতিটা হচ্ছে আমার। লেখা হয়ে যাচ্ছে এককেন্দ্রিক। বিরক্তিকর হয়ে যাচ্ছি মানুষের কাছে। আরও সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারছি না। পাশাপাশি, যারা কেয়ার করছে আমার, তাদের আঘাত করছি, বিরক্ত করছি নানা ভাবে।
চেষ্টা করছি ছোট ছোট গোল সেট করে এগিয়ে যেতে, কাজে দিচ্ছে না। মেডিটেশন- সেটাও পন্ডশ্রম। সর্বোশেষ আছে বোধহয় মানসিক ডাক্তার। সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাওয়া সম্ভব না।
এভাবে, আর কতদিন চলবে জানি না। সবাই বলে, শেয়ার করলে না কি ভার কমে; তা'ই শেয়ার করলাম। জানি, এটারও কোনো কাজ হবে না। দিনশেষে, এই শেয়ার করার জন্যও আমার নিজেকে নিজের বিরক্তিকর বলে মনে হবে!
অদ্ভুত! একসময় যেই আমি সবাইকে সাহায্য করার চেষ্টা করতাম; সেই আমার এখন সাহায্যের প্রয়োজন। কিন্তু, যাদের কাছ থেকে দরকার, তারা কেউ নাই। আর যারা আছে, তারা দেশের বাহিরে আছে! কি অদ্ভুত এক অবস্থা!
জানি না, এর থেকে মুক্তি কোথায়? সত্যিই জানি না।
My recent posts:
https://read.cash/@LeoBanna/random-photographs-b0a79d0f
https://read.cash/@LeoBanna/beauty-of-karnafuli-river-4e25568a
Don't forget to see @Ashma 's rewarding point system for get sponsored community.
https://read.cash/@Ashma/rewarding-points-system-for-get-sponsored-community-6848ff1f
If you need someone to talk, my ears are willing to listen anytime. Don't let your emotion consume your life. Let it go. Lossen up. Writing isn't annoying, it's one of the ways to release the emotions esp. if you have no one to talk to. You're doing good, I know you will.. just keep it up. As what I've said in one of my articles, it maybe stormy now, but it won't rain forever.