আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যতজন মানুষের উপর নির্ভর করি তার চাইতেও বেশি মানুষ আমার উপর নির্ভর করে। বুঝিয়ে বলছি বক্সের বাইরে এসে। শিক্ষকদের উপর নির্ভর করি, কারণ তারা দুই পা না বাড়ালে আমরা এক পা বাড়াতে পারিনা। বন্ধু-বান্ধবরা সুখ-দুঃখের সময়ে হাতটা ধরে বলে, ভয় পাস না আমরা তো আছিই। পকেটে টাকা-পয়সা না থাকলে বাসায় ফোন দিতে দেরি, টাকা আসতে দেরি হয় না।

আমার কিছু বন্ধু আছে, যারা খুব করে মিড-টার্ম বা ফাইনালের আগে আমার উপর নির্ভর করে। ডিপার্টমেন্টের কিছু ছোট-ভাইবোন পড়াই, যারা খুব করে আমার উপর নির্ভর করে। আমার মা-বাবা হয়তোবা শেষ বয়সে চাইবেন আমি তাদের দেখাশোনা করি। আমার শুভাকাঙ্ক্ষীরা চায় আমি জীবনের প্রতিটা পরিক্ষায় টপার হই। আমার গ্রামের মানুষজন চায় আমি ম্যাজিস্ট্রেট বা জজ হই। আমার প্রেয়সী চায় খুব তাড়াতাড়ি একটা জব করি যাতে বিয়েটা তাড়াতাড়ি হয়। সবশেষে যাদের টাকায় পড়ছি তাদের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়।

একটা সিগারেট কিংবা একটা গালি আপনার এই নির্ভরতার ঘরটা ভেঙে দুমড়ে-মুচড়ে দিতে পারি। অবিশ্বাসের শুরু হয় এখান থেকেই। যারা এর একটিতে অভ্যস্ত সেই ভালো বলতে পারবে। নিজের প্রতি এতটা অবিচার আপনি করতে পারবেন?

আমি ধোয়া তুলসি পাতা না। কিন্তু ভালো হওয়াটা শুরু হোক আমাদের হাত ধরে।

ভালো থেকে ভালোবাসা দিন, ভালো থাকতে পারবেন।

7
$
User's avatar
@mahmudakter posted 4 years ago

Comments

আমরা সবাই একে অপরের সঙ্গে যুক্। আমরা সবাই একে অন্যের জন্য হয়েছি। তোমার কথা সবসময়েইমনে রাখবো। তোমাকে অনেক ধন্যবাদ।

$ 0.00
4 years ago

থেংক ইউ সো মাচ্। মানুষ বেশি দিন বেঁচে থাকে না,বেঁচে থাকে কর্মে।আমি এমন কিছু রেখে যেতে চাই যেন তোমরা আমাকে মনে রাখ এবং আমিও তোমাদের মনে রাখতে পারি।

$ 0.00
4 years ago

আপনার লেখাটা পড়ে অনেক ভালো লেগেছে।যারা ইউনিভার্সিটির গন্ডিতে চলে যায় তাদের কাছে সবারই এক্সপেকটেশন বেশি থাকে।কিন্তু আমরা সবার ইচ্ছা অনিচ্ছাকে দূরে ঠেলে দিয়ে নিজের ইচ্ছায় যা ইচ্ছা তা করি। অন্তত, যারা নিজের টাকা খরচ করে আমাদের পড়ালেখা করিয়েছে তাদের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করা উচিৎ।

$ 0.00
4 years ago

একদম রাইট।তোমার কমেন্ট টা পড়ে ও অনেক ভালো লাগলো অনেক খুশি হলাম।বড় রা অনেক কথাই বলবে ভালো না লাগলে এড়িয়ে যাবে বাট অসম্মান করা যাবেনা হাত ডুবিয়ে রেসপেক্ট করতে হবে কারন আমরা পাশোনা করতেছি,আমরা শিক্ষিত।ইনশাল্লাহ তাদের ইচ্ছে ও পূরন হবে।

$ 0.00
4 years ago

ইনশাআল্লাহ।

$ 0.00
4 years ago

Apnar post i mean article ti onek vako legese .. beautiful article . Onek kisu sikhlam . Next a Erokom aro article dekhte cai dear friend ❤️

$ 0.00
4 years ago

ইনশাল্লাহ দোয়া করবেন এবং আর ও ভালো কিছু পাবেন।আপনাদের থেকেও ভালো লিখা আশা করছি।ধন্যবাদ পাশে থাকার জন্য।

$ 0.00
4 years ago

ইনশাল্লাহ আমি অবশ্যই সর্বোচ্ছ চেষ্টা করবো আপনাদের উপকৃত করার এবং আমিও উপকৃত হবার।ধন্যবাদ পাশে থাকার জন্য,আমিও পাশে আছি।

$ 0.00
4 years ago

Your post has been very good, I hope you will present more good posts in the future,

$ 0.00
4 years ago

ইনশাল্লাহ নেক্সটে আর ও ভালো কিছু লিখার ট্রাই করবো।উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে আছি,পাশে থাকবেন।

$ 0.00
4 years ago

Hmm

$ 0.00
4 years ago

হুম আমরা প্রতিনিয়ত একজন আরেক জনের উপর কোন না কোন ভাবে নির্ভর। আর গুলো বাদ এ দিলাম আমরা যে প্রকৃতি কে প্রতিনিয়ত শেষ করছি ওই প্রকৃতির উপর আমরা কত নির্ভর আমরা নিজেরা ও জানিনা।খুব ভালো হইছে লিখাটা।

$ 0.00
4 years ago

হুম তোমার সেন্স অফ হিউমার অনেক ভালো।ধন্যবাদ।

$ 0.00
4 years ago