আমি জানতাম না আগে আসলে যে আমি এতোটা আবেগপ্রবণ, এখন প্রায়ই আমার ফেলে আসা সংসারের কথা ভাবতে বসে যায়। কখনো মনেই হয়নি এ দিনগুলো এতো কষ্ট দেবে। হ্যা আমার হলে ওই এ-২১১ নাম্বার রুমে আমার একার একটা ছোট্ট সংসার ছিলো, আমার একলার একটা জগত ছিলো। সেটা আমার এমন একটা বাসা যে বাসায় আমি আর চাইলেও কখনো ফিরে যেতে পারবো না। আমার মনে হয় সব ছাত্র-ছাত্রীর উচিত অন্তত একবার কিছুদিনের জন্য ও বাসার বাইরে হলে থাকা।
I didn't know before that I was so emotional, now I often started to thinking about the world I left behind. I never thought these days would be so hard for me to forget. Yes, I had a small family alone in that A-211 room in my versify hall. I had a world of myself . It is like a home of mine that I will never be able to return. I think all students should stay out of house at least once for a while.
আজ হঠাৎ করেই খারাপ লাগছিলো কেন জানি না,ঘুম আসছিলো না, পুরোনা ছবিগুলো ঘাটছিলাম, ওখান থেকেই কিছু ছবি শেয়ার করতে চাই।
I don't know why I suddenly felt bad today, I couldn't sleep, I was looking for old pictures, I want to share some pictures from there.
আমি খুব টিপ জমাতে পছন্দ করতাম, একবার পড়ার পর কপাল থেকে কোন টিপ ফেলে দিতে ইচ্ছে হতো না, যত্ন সহকারে তা এভাবে আমার লকারে লাগিয়ে রাখতাম, সব ছেলেমানুষী পাগলামো ।
I usually liked to collect tips, I didn't want to drop any tips from my forehead once I wear them, I carefully put them in my locker like this, all childish madness.
হলে আমার টুকটাক রান্না করেই খাওয়া লাগতো। আসলে বলতে হয় বেশিরভাগ দিনই নুডলস খেয়ে কাটাতাম, আমি আবার রাজকীয় নুডলস ছাড়া খেতেই পারতাম না 😄 মানে নুডলস এর চেয়ে সবজির পরিমান বেশি হতেই হবে।
In my hall i had to cook myself. In fact, most of the time I ate noodles, I could not eat noodles without vegetables that means the amount of vegetables must be more than the amount of noodles.
খুব সখের জিনিস আমার। এভাবেই আমার রুমের স্ট্যান্ডে সব ঝুলিয়ে রাখা হতো। শেষ দিকে চুড়ির পরিমান এতো বেশি হয়ে গিয়েছিলো যে আমি রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না।
My favorite thing is my bangles, That's how everything was hung on the stand in my room. Latter the amount of bangles had become so much that I could not find a place to keep them.
এমন আরো অনেক অগোছালো জিনিসপত্রে ভরপুর ছিলো আমার সিলেটের সংসার।
তোমাকে আজ তোমার মতো করে খুব মনে পড়ছে।
My little family in Sylhet was full of so many more this type of messy things.
I miss you so much today.
[ইংরেজি ভাষাতে আমি আমার মনের ভাব ভালো ভাবে প্রকাশ করতে পারি না, তাই যারা বাংলা বুঝতে পারেন না তাদের জন্য অনুবাদ করে দেওয়া হলো। ]
Different moments gives us different Feelings. Though not everything are good. But sometime it give us happiness when recalled.