আমি ১০ বছরের সম্পর্ক ভেঙ্গে যেতে দেখেছি,
আমি ৫ মাস সম্পর্কের বিয়েকে
আমৃত্যু টিকে থাকতে দেখেছি,
আমি একটি মেয়েকে তার সঙ্গীর ভারী ব্যাগ
নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখেছি,
আমি অন্য একটি মেয়েকে মুচি বেয়ারাদের
ইংরেজিতে বকতে শুনেছি,
আমি পুরুষও দেখেছি অনেক রকম,
ভীড় বাসে শরীর শক্ত রেখে ছোয়া এড়নোর চেষ্টায়
ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন,
আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও
নিজের মা বোনের হাড় ভাঙ্গা খাটুনির টাকায়
একের পর এক নিজের শখ পূরণ করে গেছে,
আমি এমন শিক্ষিত পরিবার দেখেছি
যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তাড়া দিতে থাকে,
আবার আমি পথে থাকা মানুষগুলোকে দেখেছি
যারা নিজেদের কন্যা সন্তানদের শুধু স্কুলেই নয়
প্রাইভেট টিউশনেও ভর্তি করতে দেখেছি,
আমি ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি
জাত নিয়ে গর্ব করতে,
আমি দুবেলা দিন মজুর খাটা মানুষকে
এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি,
আমি মানুষ দেখেছি, অমানুষও দেখেছি
হুবহু অবিকল তাদের মুখ, তাদের গায়ের রং,
তাদের লিঙ্গ, তাদের জাতি, তাদের শিক্ষা
কোথাও কোন তফাৎ করতে পারিনি,
শুধু দুইটি বিষয় ছাড়া,
মেরুদণ্ড এবং মনুষ্যত্ব!!
** জানিনা কবিতাটা কেমন লাগবে সবার। সবার জন্য একটা কালেকটেড কবিতা উৎসর্গ করলাম।
আসলে মনুষ্যত্ব ছাড়া মানুষ জল ছাড়া নদীর মত, স্নিগ্ধতা ছাড়া সাগরের মত, কিংবা রঙহীন আকাশের মত।
সবাই ভাল থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে চিন্তা করো।
Wow. This is so practical post. Loved it. Just keep going brother.