মানুষ যখন মানসিক ভাবে শেষ হতে থাকে?
!!! সে তখন একা থাকার পথ খুঁজে !!
Comments
হুম একদম সত্য।একটা কথা আছেনা মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু মানুষের মন বুড়ো হয় না।আসলে মনটাই আসল শরীর যতই ভালো থাকুক মন যদি ভালো না থাকে পৃথিবীর সব কিছু তিতা লাগে।যখন মানসিক চাপে আমিও থাকি তখন মন চায় একদম নেটওয়ার্কের বাহিরে চলে যাই যেন কেউ খুজে না পায়।ভালো পোস্ট,ভালো লিখছেন।ধন্যবাদ।
কথাটা সত্য ,,,যখন মানসিক চাপ থাকে তখন কাউকে ভালো লাগে না ।তখন কেউ ভালো কিছু বললে ও খারাপ লাগে,,, নিজেকে একা রাখতে ইচ্ছে হয় তখন ,,কারো সঙ্গ ভালো লাগেনা কাউকে সহ্য হয় না এমনকি নিজেকেও সহ্য হয় না মরে যেতে।
মানসিক চাপ মানুষকে তিলে তিলে করে শেষ করে দে,
মানসিক চাপ খুবই খারাপ একটা জিনিস ,,একজন সুস্থ ,সবল মানুষ কে একদম ভেঙ্গে চুরমার করে দিতে পারে দুর্বল করে দিতে পারে। মানসিক চাপের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত তাদের অস্তিত্ব ও সফলতা থেকে সরে যায়,, মৃত্যু সাথে লড়াই করে,, অনেক মানুষ মানসিক চাপ সহ্য করতে না পেরে তাদের জীবন হারায় অতলে।
রাইট
আমিও আপনার সাথে একমত। সবসময় আনন্দ থাকাই উচিত। সবসময় ভালো কথা ভাবনা করা উচিত। সবকিছুর পরেও আমরা মানসিক চাপে ভুগি। আমাদের সবার নামাজ পড়া উচিত।