দূরে যাওয়া সহজ, ভুলে যাওয়া নয় । আর যারা ভুলে যেতে পারে তারা অনেক সৌভাগ্যবান হয় । কারণ ভুলতে না পারার যে যন্ত্রণা সেটা তাদের ভোগ করতে হয় না । মনের যাতনা দেহের যাতনাকেও হার মানায় । দেহের যাতনার হরেক রকম ওষুধ বাজারে পাওয়া গেলেও মনের যাতনার কোনো ওষুধ হয় না । শুধু চোখের জল দিয়েই তা থামিয়ে রাখতে হয়, নিজেকে ভুলিয়ে রাখতে হয়, মানিয়ে নিতে শিখতে হয় ।
1
$
@sumaiyakter
posted
4 years ago
হুম সেটাই বেস্ট কারন আবেগ বেশিদিন থাকেনা।আর আবেগী মানুষ জীবনে কিছু করতে পারেনা।তাই এসব আবেগ কে পশ্রয় না দিয়ে বিবেক কে প্রাধান্য দিন জীবনে কিছু করতে পারবেন।সব কিছু মানিয়ে নিতে শিখুন জে যেখানে আছে সে সেখানেই সঠিক এটা বুঝতে শিখুন দেখবেন আটকাতে পারবেনা কেউ।ধন্যবাদ খুব সুন্দর আর্টিকেল।