সত্যিকারের ভালবাসার মানুষ প্রাক্তন হলেও কখনো অপ্রিয় হতে পারে না। হয়তো মানুষ থেকে প্রিয় পাল্টে যায়, মানুষটি থেকে রঙ হারিয়ে যায়। কিন্তু মানুষটির প্রতি কখনো ঘৃণা জন্ম নিতে পারে না।

রবীন্দ্রনাথ একশো বছর আগে বলেছেন, 'যদি আর কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও, তাই যেন পাও,আমি যত দুখ পাই গো।'

অর্থ্যাৎ তোমার যদি আমাকে কখনো প্রিয় মনে না হয় তবে ভালবাসা পাল্টে নিও। তুমি তোমার মত প্রিয় মানুষকে খুঁজে নিও। তবু তুমি কখনো আমার অপ্রিয় হবে না।

তার আগে বুঝিয়েছেন প্রয়োজনে আমি তোমার দুঃখে বিলীন হয়ে যাবো। তোমার মাঝে চিরজীবন বসবাস করবো। তবু কখনো প্রিয় জায়গা থেকে তুমি হারাবে না।

'আমারো পরানো যাহা চায়' কোনো ভালবাসার গান না। এই গান একটি মধুর বিচ্ছেদের গান। যেখানে ভালবাসার মানুষ শত দূরে গেলেও কখনো অপ্রিয় হতে পারে না। মনের একটি কোণায় পড়ে থাকে।

'আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস।'

7
$
User's avatar
@mahmudakter posted 3 years ago

Comments

হুম তা ঠিক রিলেশান চলাকালীন সময় প্রিয় মানুষ জত প্রাক্তন হয় তত ভালোবাসা বাড়ে বাট রেসপেক্ট টা উঠে যায়। তারপর হুট করে একদিন ব্রেকআপ হয়ে যায়। রাগ,অভিমান,অহংকারের নিচে চাপা পড়ে যায় সুন্দর একটি সম্পর্ক।আবার যখন স্বামী সংসার হয়ে যায় তখন এই মানুষটাকেই সবচেয়ে বেশি মিস করা হয়।আসলে মানুষ কাছে থাকলে দাম থাকেনা বাট দূরে গেলে ঠিকি মিস করা হয়।ভালো পোস্ট।ধন্যবাদ।

$ 0.00
3 years ago