জীবনের ২০ টা বছর পার হয়ে গেলো অথচ একটা নিজের মানুষ হলো না ।ইদানীং বেশ একাকীত্বে ভুগছি।মাঝে মাঝে তো মনে হয় একাকিত্ব আমাকে জব্দ করে নিয়েছে। আমি ডুবে যাচ্ছি একাকীত্বের বিশাল সাগরে।একাকীত্ব গিলে খাচ্ছে রোজ।
জীবনে এমন একটা সময় আসে যেখানে একটা নিজের মানুষের খুব প্রয়োজন হয়। তখন কেউ একা থাকতে চায় না। প্রিয়জনের অনুপস্থিতি ভীষণ ভাবে অনুভব হয়। একটা নিজের মানুষের জন্য হাহাকার করতে থাকে। আমি ও বোধহয় এই সময়টাতে'ই আছি। মাঝে খুব ইচ্ছে হয় একাকিত্ব টাকে দূরে সরিয়ে দেই নিজের সুখ-দুঃখ কারো সাথে বন্টন করি, কারো কড়া শাসনে কেঁদে ফেলি,তাকে হারানোর ভয়ে ছটফট করি। আবার ভয় এ শহরে আরেকটা মন ভাঙার গল্প তৈরি হয়ে যাবে না তো? তারচেয়ে বরং একাকিত্ব'ই শ্রেয়।
Comments
সিরিয়াসলি?বাট আমার তো বিয়ে করতে ইচ্ছেই করেনা আর আমার পড়াশোনা ও এখনো শেষ হয়নি।তাও যাক আপনি যেহেতু বলছেন ট্রাই করবো একবার।ধন্যবাদ।
কোন ও মানুষ একা থাকতে পারেনা শুধু মানুষ কেন পশুরা ও একা থাকতে পারেনা তারা সবসময় সঙ্গীহীনতায় ভোগে।আসলে সঙ্গীর প্রয়োজন অবশ্যই আছে শেষ বয়সেও সঙ্গীর প্রয়োজন হয় তখন মানুষ আর ও একাকীত্বে ভোগে,আর একাকীত্ব মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয়।হতাশায় পড়ে যায় মানুষ।
হুম জানি।তাই আমিও খুব ডিপ্রেজড। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
২৩ বছর 😪😪😪
আহ ভেরি সেড।
একা সবাইকে চিন্তায় ফেলে বিয়ে করে ফেলুন সব সমস্যার সমাধান