ভালোবাসা সংজ্ঞাহীন। এই যে প্রতিদিন আমার সাথে যে কয়েকজনের দেখা হয় (সিনিয়র/বন্ধু/জুনিয়র), হাসিমুখে কথা বলে খোঁজ-খবর নেয়, এখানেই ভালোবাসা নিহিত। বাসা থেকে ফোন দিয়ে খোঁজ-খবর নেয় ঠিকমতো খেয়েছি কি, পড়াশোনা করছি কিনা, এটাও একপ্রকার ভালোবাসা। ১৪জনকে পড়াই, এরা খুব করে শ্রদ্ধা করে, এটাই ভালোবাসা। ১২টার পর কার্জন হলের ওইদিকে হাঁটলে দেখি ফুটপাতে একসাথে মানুষ আর কুকুর ঘুমাচ্ছে, বোঝা যায় দিব্যি তারা রাত পার করে দিচ্ছে ভালোবেসে। কোনো বোঝা-পড়া নেই, নেই স্বার্থ উদ্ধারের চিন্তা। আমি খুব করে মানুষ দেখি, ভালোবাসা ছড়াই। কেউ সাদরে গ্রহণ করে, কেউ ভাবে আমি পুরোনো যুগে পড়ে আছি, আঁতেল। আমার তাতে কিছু আসে যায় না। ভাবি আর হাসি, ভালোবাসাগুলো ভুল ঠিকানায় চলে যাচ্ছে ইট-পাথরের শহরে যান্ত্রিক সভ্যতার ভীড়ে। এখানে এক মুঠো ভালোবাসা খুব দামী, কেউ পেয়ে যদি নতুন করে স্বপ্ন দেখে, তাতেই আমি খুশী।
ভালোবাসা সর্বত্র!
আসলেই ভালোবাসার যে ফিল গুলা এগুলার সংগা হয়না।আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা ফেইসবুকে কত লেখালেখি করে ভালোবাসা নিয়ে আসলে ভালোবাসা যে কত সংগা তা তুমি লিখে শেষ করতে পারবা না,আর লিখলে ও মজাটা থাকেনা।ভালোবাসা পরম সুখের জিনিস এগুলা ফিল করতে হয়।