এখনো অনেক সম্পর্ক আছে, যেগুলোতে মেয়েগুলো সত্যি সত্যিই ছেলেটাকে সাপোর্ট দেয়। ছেলেটার খারাপ সময়ে তাকে অজুহাত দেখিয়ে ছেড়ে না গিয়ে পাশে থাকে।

ছেলেটা এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি বলে মেয়েটা পরিবারের চাপে পড়েও একটার পর একটা বিয়ে ভেঙে দেয়,ভালোবাসার মানুষটির সাথে থাকবে বলে।

রেস্টুরেন্টে খেলে ছেলেটার টাকা খরচ হবে বলে ছেলেটার জন্য রান্না করে নিয়ে আসে পছন্দের খাবার।তারপর, একজন আরেকজনকে খাইয়ে দেয়।

হাজারটাকার দামী উপহার না চেয়ে একটা গোলাপফুল নয়তো, একবার বেশি ভালোবাসি বলাটাকেই যত্ন করে গ্রহণ করে উপহার হিসেবে।

সব ছেলেরা যেমন খারাপ না,সব মেয়েরাও না।কিছু মেয়েরা ভালোবাসতে হয় কি করে তা জানে।কি করে যেই ছেলেটার কিচ্ছু নেই, সেই ছেলেটাকে মানসিক সাহস জুগিয়ে পাশে থাকতে হয় জানে।

এই মেয়েগুলোকে জীবনে পেয়ে গেলে হারিয়ে ফেলাটা সবচেয়ে বড়ো বোকামি। এদের দামী উপহার না দিতে পারলেও নিয়মে-অনিয়মে ভালোবাসাটা প্রতি বেলাতেই দিতে হয়।

4
$
User's avatar
@mahmudakter posted 4 years ago

Comments

জানিনা এরকুম মেয়ে এখন আছে কিনা।বাট থাকুক সেটাই চাই।সবাই হ্যাপি থাকুক এটা প্রার্থনা।

$ 0.00
4 years ago