কখনোই 'প্রেম' করবো না, কারো সাথে সম্পর্কে জড়াবো না। পরিবার যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করে নিব। এমন কথা বলা দৃঢ়প্রতিজ্ঞ মানুষগুলো একসময় হুটহাট করে কারো একজনের প্রেমে পড়ে যায়। জড়িয়ে যায় কারো সাথে ভালোবাসার সম্পর্কে।
আসলে, এই মানুষগুলোই পরে মন দিয়ে ভালোবাসতে পারে।কাউকে ভালোবাসবো না কখনো বলেও এরা ভালোবাসে নিজের থেকেও বেশি। ভালোবেসে কি করে আগলে রাখতে হয় এরা সেটা জানে।
কারণ, এদের জীবনে হুট করে বসন্তের বাতাসের মতো আসা প্রেমটা খুবই মূল্যবান। মানুষটা যে তার প্রথম প্রেম। তাকে কি করে মন থেকে না ভালোবেসে থাকা যায়? এরা নিজের প্রথম প্রেম, প্রথম ভালোবাসাটাকে আগলে রাখে খুব যত্ন করে।
অনেকেই আছে, পরিবার মেনে নেবে না ভেবে সম্পর্কে জড়াতে চায় না কারো সাথে। কিন্তু, হুট করে প্রেমটা যখন হয়েই যায় নিজের অজান্তে তখন এরা পরিবারের অবাধ্য হয়েও মানুষটাকে ছেড়ে যাবে না কথা দিয়ে ফেলে। পরিবারের সবচেয়ে বাধ্য আর ভীতু সদস্যটাও হুটহাট প্রেমে পড়ে ভালোবাসাটাকে স্বীকৃতি দেওয়ার জন্য সাহসী হয়ে উঠে।
হুম তার সবচেয়ে জীবন্ত প্রমান আমি নিজে।আসলে নিজের অজান্তেই সব কিছু হয়ে যায়।