জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন? ভাগ্য যে টা আছে সেটা ই হবে।

4
$
User's avatar
@sarwar posted 4 years ago

Comments

সৃষ্টি কর্তা আমাদের শুধু মাত্র সৃষ্টি করেনি,বরং আমাদেন সৃষ্টি করে আমাদের ভাগ্য পরির্বতন করার জন্য যথেষ্ট মেধা ও বুদ্ধি দিয়েছে। আমরা ভালো কিছু করলে বলি এটা আমার চেষ্টা ফল,আর খারাপ কিছু হলে বলি ভাগ্যের ব্যাপার। আসলে আমাদের জীবনের প্রায় সিন্ধান্ত আমরা নিই,আর ভালো খারাপ দিক বুঝার মতো ক্ষমতা আমাদের যথেষ্ট আছে,এখন আমরা বিবেচনা করে কোনটা করবো সেটা আমাদের উপর নিভর্র করে। আল্লাহ জন্ম,মৃত্যু, বিয়ে এই টা ছাড়া বাকি সব আমাদের হাতে দিয়েছে,আমরা কিভাবে নিয়ন্ত্রণ করবো সেভাবে হবে।

$ 0.00
4 years ago

হ্যা,এটাি সত্যি, কিন্তু নিজের নিয়তে উপর সব ফয়সালা চেঞ্জহয়েযায়

$ 0.00
4 years ago

নিজের আত্মবিশ্বাস আর লক্ষ্য স্থির রাখতে হবে ।তাহলে সব ঠিক হবে জীবনে সফলতা অর্জন করা যাবে।

$ 0.00
4 years ago

হাম হাম

$ 0.00
4 years ago

এটা ভূল বলছেন ভাইয়া জন্ম,মৃত্যু, বিবাহ এই ৩ টি জিনিস ব্যাতিত সব কিছুই আমাদের হাতে।আল্লাহ বলছে তোমরা তোমাদের ভাগ্য কে পরিবর্তন কর আমি দিতে প্রস্তত।আল্লাহর কাছে চাইতে হবে,চেষ্টা করতে হবে,ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ আপনি পাবেন হয়তো একটু দেরিতে পাবেন বাট নিরাশ হওয়া যাবেনা।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

নিজের নিয়তের উপর সব ফয়সালা হয়, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি আল্লাহ ফয়সালাকরেন ঠিক,কিন্তু নিজের নিয়ত ঠিক না থাকলে সব কিছু চেঞ্জ হয়ে যায়, এটা হাদিস দ্বারা প্রমাণিত।

$ 0.00
4 years ago

আল্লাহ তাআলা যার ভাগ্যে যা লিখছে তাই হবে। এতে আমাদের কিছু করার নাই। আমরা শুধু আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারি। এ ছাড়া আমাদের কিছুই করার নাই। আল্লাহ কে বিশ্বাস করতে হবে তার প্রতি ইমান রাখতে হবে। এইটাই করতে পারবো। কেউ কারো ভাগ্য টা নিতে পারবে না। আমরা বলি আমার সাথে এমন কেনো হলো বাচবো না আমি এইগুলা বলি। আসলে হয়তো আল্লাহ ভালো কিছু ভাগ্য রাখছে তাই এমন হইছে।।।

$ 0.00
4 years ago

রাইট

$ 0.00
4 years ago

আল্লাহ আমাদের জীবনে কি ঘটবে তা আগের থেকে ঠিক করে রেখেছে, মানুষতার নিজের নিয়তের উপর আল্লাহ তা ফয়সালা করে

$ 0.00
4 years ago