নিঃশব্দ একটা রুম। জানালার বাইরে ঝিঁ ঝিঁ পোকারা ডাকে। হতাশা গ্রাস করেছে মানুষটাকে। আক্ষরিক বুলিগুলো অর্থহীন মনে হচ্ছে। বাঁচতে চাওয়ার শেষ আর্তনাদটুকুও থমকে গেছে।
কিন্তু ততক্ষণে বদলে গেছে গন্তব্য, সে বুঝে গেছে ঝুলে গেলেই গল্প শেষ, কারণ আত্নহত্যা কোনো সমাধান হতেই পারে না।
আমি বললাম, "আমার সাথে কেউ নেই।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বললেন, "ভয় করো না। আমি তোমার সাথে আছি।"
- আল কুরআন (২০:৪৬)
1
$
@sumaiyakter
posted
4 years ago
নিঃশব্দ রুমে একা শুধু একা থাকা মানে হতাশায় গ্রাস করা না,অনেক সময় ছোটবেলার অনেক কথাও মনে করিয়ে দেয়।অনেক স্মৃতি,কেউ একজন পাশে ছিলো এইগুলা ভাবতেই জে হতাশায় পড়ে জাবেন তা নয়,অনেক সময় এই ভাবনাগুলো অনেক মিষ্টি ও লাগে।মনের ভিতর রোমাঞ্চ জাগে আহ যদি ফিরে জেতে পারতাম সেই অতীতে।খুব সুন্দর লিখছেন একদম অতীত মনে পড়ে গেল।ধন্যবাদ।