আজ থেকে ২০বছর পর আমাদের হয়তো আবার দেখা হবে কোনো এক ব্যস্ত শহরে! চোখ দুটো কিছুটা সময়ের জন্য আটকে যাবে তোমায় দেখে! থমকে যাবে তুমিও! দুজনের ভাবনাতেই থাকবে এই তো সে দিন এই রাস্তায় দুজনে হাত ধরে হেটেছিলাম!. কিন্তু আজ তুমি আর আমি ঠিক একই রাস্তায় তবে ভিন্ন কারো হাতে হাত রেখে! অনেকগুলো সময় কেটে গেছে সংসার, সন্তান সব হয়েছে! তবুও তোমায় দেখার পর সেই অদ্ভুত রকমের অনুভূতিটা রয়েই যাবে! গল্পটা তো তোমার আমার থেকে আমাদের হবার কথা ছিলো! ভাগ্য কিংবা পরিস্থিতি তা হতে দেয় নি! সব ঠিক আছে শুধু তুমি আর আমি অন্য কারো গল্পে বিরাজ করছি! আমাদের গল্পের অপূর্ণতা,পূর্ণতা পেয়েছে অন্য কারো গল্পে! এই শহরে, এরকম হাজারো অপূর্ণতার গল্প রয়েছে!
2
$
@mahmudakter
posted
4 years ago
আসলে বাস্তবতা এমনি হয় এটা আমাদের মানতে হবে।স্বপ্ন দেখা সহজ এটাই আমরা বেশি দেখি,আর বাস্তবতা কঠিন এটা আমরা মানতে পারিনা।বাট এটাই আমাদের মানতে হবে।কত সম্পর্ক বাস্তবতার বেড়াজালে আটকে পড়ে গেছে।এসব গল্প পড়লে কেন জানি থমকে জাই,খুব কষ্ট হয়, কেন কষ্ট হয় সেটা আজ ও অজানা।