"আমাদের সবার জীবনেই হয়তো এমন একজন মানুষের স্মৃতি থাকে যাকে আমরা কখনো মন থেকে মুছে ফেলতে পারি না... সেই মানুষটার নাম হয় অতীত কিংবা প্রাক্তন !! . তীব্র ভালোবাসার পরও প্রচন্ড আঘাত দিয়ে যখন প্রিয় মানুষটা ছেড়ে চলে যায়, তখন আমরা তাকে প্রাক্তন বলে আখ্যায়িত করি... কিন্তু আমরা এটা ভুলে যাই সবার প্রাক্তন হওয়ার যোগ্যতা থাকে না... কেউ কেউ শুধু নামে মাত্রই প্রাক্তন থেকে যায় !! . প্রাক্তন শব্দটায় একটা সম্মান থাকে... একটা মায়া থাকে, ভালোবাসা থাকে... প্রাক্তন তো সেই হতে পারে যাকে অনেক বছর দেখা হলেও যেনো গর্ব করে বলা যায় কোনো একদিন মানুষটা আমারই ছিলো... যেনো ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে না হয় অন্য সবার মতো !! . অথচ সবার প্রাক্তনের মাঝে এসব সম্মান, মায়া, ভালোবাসা কিছুই থাকেনা... কারো প্রাক্তনকে ঘিরে থাকে শুধু একরাশ ঘৃণা... কেউ কেউ প্রাক্তনের নাম শুনলে এমনভাবে মুখ ফিরিয়ে নেয়, যেনো দেখে মনে হয় মানুষটাকে সে কখনো দেখেনি, চিনেও না !! . জীবনে প্রাক্তন থাকা অস্বাভাবিকের কিছু নয়... কিন্তু অস্বাভাবিক তখনই হয় যখন প্রাক্তন নামের মানুষটা জীবনের জন্য অনেক বড় ক্ষতিকর হয়ে দাঁড়ায়... নিজ থেকে চাইলেও তখন শুধুমাত্র প্রাক্তনের জন্যই অনেক কিছুই স্বাভাবিক হয় না !! . ভালোবাসার মানুষটা প্রাক্তন হলেও অতটা কষ্ট লাগে না যদি মানুষটার উপর সম্মান রাখতে পারা যায়... হাতের রেখায় মানুষটা থাকলে ঘুরেফিরে একদিন ঠিক চলেই আসে, কিন্তু সম্মান ক্ষুণ্ণ হলে মানুষটা চাইলেও তাকে আর মনে স্থান দেয়া যায় না !! . বিচ্ছেদের পরও কেউ কেউ প্রাক্তনকে ভালোবেসে যায় আবারো ফিরে পাবার আশায়... কেউ আবার অপেক্ষা করে যায় বছরের পর বছর... কেউ স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়, কেউবা পুরোনো স্মৃতি ভুলে থাকার জন্য নতুন স্মৃতির মায়ায় নিজেকে জড়িয়ে নেয় !! . সম্পর্কের বিচ্ছেদ সব সময় যে দুজনের ইচ্ছায় হয় এমনটা ভাবা ভুল... অনেক সময় একজন তার নিজের ইচ্ছায় সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে চায়, তখন অপর মানুষটার মেনে নেওয়া ছাড়া কিছুই করার থাকে না... মানুষটা উপহার হিসাবে পেয়ে যায় এক অভিশপ্ত প্রাক্তন !!"

1
$
User's avatar
@mahmudakter posted 4 years ago

Comments

সব প্রাক্তন প্রাক্তন হয় না।কিছু প্রাক্তন অমানুষ ও হয় যাদের কয়েক বছর পর দেখলেও প্রাক্তন পরিচয় দিতে ইচ্ছে হয় না।বরং ভাবতে অবাক লাগে তার মতো মানুষ আমার লাইফে আসলো কিভাবে?কেউ প্রাক্তন কে ভূলে নতুন জীবন শুরু করে আবার কেউ প্রাক্তন কে ভেবেই জীবন পার করে দেয়।ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Sundor hoyeche lekhata...

$ 0.00
4 years ago