তাকে আপনি বারবার নানানভাবে বুঝিয়ে দিচ্ছেন, আপনি তাকে ছাড়া অর্থহীন! একটা মানুষকে আপনি আপনার দূর্বলতা জানিয়ে দিচ্ছেন!

আপনি তাকে ছাড়া বাঁচতে পারেন না, তাকে ছাড়া আপনার সময় কাটে না!

এই সব যখন সে জেনে যাবে, তখনই শুরু হবে অবহেলা! আর যাই হোক, আপনি ভালোবাসা পাবেন না! দয়া পাবেন!

সে আপনাকে ছেড়ে যেতে চায়, আপনি হাজারও আকুতিমিনতি করছেন! হয়তো তাকে ইমোশনাল ব্ল্যাকমেইলও করছেন! তাকে অনেক ভালোবাসেন তাই এসব করছেন, তাই তো?

যে আপনাকে সত্যি ভালোবাসবে, তাকে এসব বুঝাতে হয় না! যে ভালোবাসবে সে আপনার নীরবতার মাঝেও ভালোবাসা খুঁজে নেবে!

তাকে ইমোশনাল করে, আকুতিমিনতি করে আগলে রেখে ভালোবাসা আদায় করছেন! আকুতিমিনতি করে ভালোবাসা পাওয়া যায় না, দয়া পাওয়া যায়!

কি দরকার এমন ভালোবাসার? যেখানে নিজেকে ছোট করে, নিজের সুখগুলো বিসর্জন দিয়ে অন্যের দেয়া দুঃখ বয়ে বেড়াতে হয়?

4
$
User's avatar
@sumaiyakter posted 3 years ago

Comments

ভালোবাসা মানে একজন আরেকজন কে ছোট করা নয়।ভালোবাসা হলো একটু রাগ,অভিমান, আন্ডারস্ট্যান্ডিং, নিজেকে মানিয়ে নেয়া আর ও অনেক কিছু।ভালোবাসার সংগা কমেন্ট বক্সে লিখে শেষ করা সম্ভব না।

$ 0.00
3 years ago

এমন ভালোবাসার চেয়ে একা থাকাই ভালো।আপনার লেখার সাথে বাস্তব জীবনের অনেক মিল আছে।কথাগুলোই সত্যি কারো না কারো জীবনে ঘটে।

$ 0.00
3 years ago

একদম রাইট আপু।শুধু কারো না কারো জীবনে নয় আমার চোখের সামনে আমার ফ্রেন্ডদের দেখেছি।কতটা চরম সত্যি বলে বুঝাতে পারবো না।ধন্যবাদ পাশে থাকার জন্য।

$ 0.00
3 years ago