দুঃখ,কষ্ট,অবহেলা,অপমান-এইসব জিনিস একদল মানুষকে দূর্বল করে দেয়।জীবনের আশা পানসে করে দেয়।বাঁচতে ইচ্ছে করে না।সবকিছু নিষ্ঠুর মনে হয়।

আরেকদল মানুষকে কঠিন করে তোলে।বাঁচার আগ্রহ বাড়িয়ে দেয়।শোধ নেবার অদম্য ইচ্ছা তাকে সুন্দর করে তোলে।

তাই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের অপমান,অবহেলা আর করুনার ও প্রয়োজন আছে।কিছু একটা করার প্ররনা তো এখান থেকেই আসে।

4
$
User's avatar
@mahmudakter posted 3 years ago

Comments

হুম একদম রাইট।কেউ কষ্ট পেয়ে হতাশ হয়ে যায় নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে শেষ আত্মহনন ও করে ফেলে।আবার আরেক দল আছে তারা কষ্ট পেয়ে উঠে দাড়ায় প্রতিশোধ নেয়ার অধম্য ইচ্ছা তাদের জাগ্রত করে তোলে।আসলে ধাক্কা খেয়ে রুমের লাইট অফ করে দরজা বন্ধ করে হা হুতাশ করা সহজ,ধাক্কা টা কে দাঁতে দাঁত লাগিয়ে জীদ বানানো কঠিন।ধন্যবাদ।

$ 0.00
3 years ago

হুম ধন্যবাদ ব্যাপারটা বুঝার জন্য।তাই আমাদের ভূলটা বেছে নেয়া চলবে না।আমরা যেটা করে সফল হবো ওইটাই আমরা চালিয়ে যাবো। হতাশায় পড়লে চলবে না।

$ 0.00
3 years ago