লং ডিসটেন্স রিলেশনশিপ গুলো সবচেয়ে বেশি কিউট হয়। দুইটা মানুষের সামনাসামনি দেখা হয় না, পাশাপাশি বসা হয় না, হাত ধরে চোখে চোখ রেখে দুইটা কথা বলা হয় না, তবু না থেকেও দুইটা মানুষ একজন আরেকজনের অনেকটা জুড়ে থেকে যায়। ছেড়ে যায় না।
ফোনে মানুষটার ভয়েস শোনা আর সামনে থেকে ভয়েস শোনার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে। সামনে থেকে ভয়েস শোনার দারুণ এক্সপেরিয়েন্সটা তারা করতে পারে না ঠিকই, কিন্তু ফোনে ভয়েস শুনেই সেটাকে তারা আপন করে নেয়। তারা তখন নিজের মনকে বুঝ দেয় এভাবে, আরে ধুর ওর ফোনের ভয়েসটাই তো বেশি সুন্দর। ফোনে ওর ঘুম জড়ানো কণ্ঠের কোনো তুলনা নেই। আর ওর ঠান্ডা লেগে যাবার পরের ভয়েসটা তো ঘোর লাগিয়ে দেয়!
তারা এভাবেই মানিয়ে নেয়। নিজেকে। নিজের মনকে। তবু তারা ছেড়ে যায় না।
গল্প, উপন্যাস কিংবা সিনেমার মত এদের প্রেমিকার বাড়ির সামনে গিয়ে কখনো দাঁড়ানো হয় না। রাস্তা দিয়ে যেতে যেতে বেলকনিটার দিকে আড় চোখে একবার তাকানো হয় না। কিংবা ফোনে কথা বলতে বলতে পাগলামি করে বলা হয় না, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবো আমি? একটু বেলকনিতে দাঁড়াবা?
কেউ একজন আসবে জেনে কারো কারো ঝটপট করে সেজেগুজে বেলকনিতে গিয়ে দাঁড়ানো হয় না। সবকিছুই চলে। শুধু ইচ্ছে করলেই ভালোবাসার মানুষটাকে সামনে থেকে দেখা হয় না। তবু তারা কেউ কাউকে ছেড়ে যায় না। থেকে যায়। কিসের নেশায়? কিসের আশায়? সেটা আমি আপনি জানবো না। জানবে তারাই, যারা দূর থেকে ভালোবাসে। এত গভীর একটা অনুভূতি কী-বোর্ডে টুসটাস আওয়াজ তুলে দুই লাইনে লেখা যায় না।
কঠিন পরীক্ষাটা পার করতে হয় তখন, যখন বিভিন্ন স্পেশাল দিবসগুলো আসে। চোখের সামনে দিয়ে নিজের বন্ধু-বান্ধবরা যখন সেজেগুজে ডেট করতে যায়, তখন কেউ কেউ ফোনে ভিডিও কল ওপেন করে ওপাশের মানুষটাকে গলা ধরে আসা কণ্ঠে বলে, বাহ তোমাকে তো শাড়িতে খুব সুন্দর লাগছে!
ওপাশের মানুষটা তখন হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে কী বলবে বুঝতে পারে না। অনেক্ষণ চুপ থাকার পর নীরবতা ভেঙে বলে, তোমার মুখটা এত শুকনা লাগছে কেন?
এই কেন’র উত্তর দুজনেরই জানা। তবু দুজনই খুঁজতে থাকে উত্তর। উত্তর খুঁজে পাওয়া যায় না। শুরু হয় অপেক্ষার পালা। একটুখানি সামনে থেকে দেখার অপেক্ষা। কবে দেখা হবে আবার? শুরু হয় দিন গোনা।
তবু তারা কেউ কাউকে ছেড়ে যায় না। আশেপাশে এত মানুষ, এত সুন্দরী মেয়ে, এত হ্যান্ডসাম ছেলে দেখেও মনে মনে তারা বলে, ধুর ছাই, আমার ঐ মানুষটাকেই লাগবে। তার মত আর কেউ হয় না।❤
হুম একদম সেম আমার মতো তাই এই লেখাটা কতটা সত্য তার প্রমান আমি নিজেই।খুব আন্ডারস্ট্যান্ডিং এবং খুব ভালোবাসা থাকে।কারন ২ জন অনেক দূরে থাকায় জগড়া টা খুব কম হয়,জগড়া হইলেও কেমন জানি একটা মায়া হয় তাই বেশিক্ষন থাকা যায়না।ধন্যবাদ পড়ে ভালো লাগলো।