"একটা নির্দিষ্ট সময় পরে ভালোবাসাটা আর থাকে না, যা থাকে তা কেবলই চাহিদা কিংবা অভ্যাস!"
সারাজীবন একটা মানুষের সাথে খুব সুখে-শান্তিতে কাটিয়ে দেয়াটা তেমন কোনো ব্যাপার না। তবে সেখানে বোধহয় ভালোবাসা আর থাকে না। কেউ হয়তো প্রয়োজনের ফাঁদে সারাজীবন কাটিয়ে দেয়।আবার কেউবা চাহিদায় জড়িয়ে যায়। ভালো লাগা যেমন ধ্রুব ব্যাপার নাহ্, ভালোবাসাও ঠিক তেমনই!
একটা সম্পর্কের কথাই ধরা যাক, প্রথম যখন সম্পর্কটা শুরু হয় তখন একে অপরের ভালোবাসায় হাবুডুবু খায়। কিছুদিন যাওয়ার পর আগ্রহটা কমে আসে। কেন এমন হয় আমার জানা নেই। তবে বেশির ভাগ সম্পর্কেই এমন হয়। কেউ কেউ সম্পর্কটাকে নিজের অভ্যাস বানিয়ে নেয়, আবার কেউ চাহিদা।
কিন্তু সেই যে কোনো চাওয়া-পাওয়া ছাড়া ভালোবাসা নামক অনুভূতি সেটা ধীরে ধীরে হারিয়ে যায়! ভালোবাসা হারিয়ে যাওয়াটা কেউ কখনো খেয়াল করে না কিংবা করেনি। খেয়াল করলে হয়তো কেউ চাহিদা বা অভ্যাস হয়ে যাওয়ার ভয়ে কখনো কোনো সম্পর্কে জড়াতো না, দূর থেকেই ভালোবাসতো।
হাজার বছর ধরে পৃথিবী ভালোবাসাকে চাহিদা নয়তো অভ্যাস বানিয়ে একটা নিয়ম করে দিয়েছে।আমরা কেউ ই এই নিয়মের বাইরে নই। আচ্ছা...চাহিদা বা অভ্যাস না হয়ে যদি সারাজীবন ভালোবাসা...ভালোবাসা হয়েই থেকে যেতো তাহলে কেমন হতো? কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসা রং বদলায়!
Comments
yes opcourse..
Onek sundar golpo... valo laglo pore...valobasa manus change hote help kore... keep it up writing this apu... I have subscribed your id,plz amr tateo subscribe kore like cmnt koren
thank you so much...inshallah pashe achi,pashe thakbo...tumio pashe theko..
Obossoi In Sha Allah
যদিও ভালোবাসা নিয়ে কম বুঝি তবু্ও অনুমান করে বলছি অনেক ভালো লিখেছেন।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
welcome
please like comments subscribe to me if you can♥️🌝