হিউম্যান সাইকোলোজি বলে ; , ১.যদি কোনো মানুষ খুব বেশী হাসে, এমনকি সামান্য কোনো কারণেও হাসি চেপে রাখতে পারে না তবে সে নিজেকে সবসসময় খুব একা ফিল করে।
২.যদি কোনো মানুষ অল্পতেই ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসার প্রয়োজন আছে ।
৩.যদি কোনো মানুষ অনেক ঘুমায় তবে সে একজন দুঃখী মানুষ ।
৪.যদি কোনো মানুষ খাবার সময় সভ্য ভাবে না খায় তবে সে কোনো বিষয় নিয়ে চিন্তিত ।
৫.যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন কথা বলে তখন খুব দ্রুত কথা বলে তবে সে কিছু লুকাতে চায় ।
৬.যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারেই কেঁদে ফেলে তবে সে খুব নরম মনের মানুষ ।
৭.যদি কোনো মানুষ কখোনো না কাঁদে বা কাঁদতে না জানে তবে সে জীবনে অনেক বড় কোনো ব্যথা পেয়েছে।
৮.যদি কোনো মানুষ সবসময় নিজেকে সবার সামনে সুখী প্রমাণ করতে চায় তবে সে তার বাস্তব জীবনে খুবই অসুখী ।
৯.যদি কোনো মানুষ রাগ চেপে রাখে তবে সে বড্ড অভিমানী ।
১০.যদি কোনো মানুষ বার বার প্রতারিত হয়েও খুব সহজে সবকিছু বিশ্বাস করে তবে সে খুব সরল মনের মানুষ ।
Comments
thank you so much....
জানিনা কতটুকু সত্য বাট এইগুলা সবার ক্ষেত্রে হয়না।সবার মিলেনা।কিছু কিছু মানুষের মিলে।তাই এইগুলা বিশ্বাস করবেনা।ধন্যবাদ।
হুম তা ঠিক আবার অনেকের সাথে মিলেও যায়। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
Khub sundor likhechen . Amio majhe majhe olpotei hese feli . Nijeke khub eka lage majhe majhe . Jokhn kisu valolage na tokhn book/boi pori . Mon valo hoye jai .
ধন্যবাদ পাশে থাকার জন্য।আর কমেন্ট দেখে আরও ভালো লাগছে কারন আমার পোস্টের কিছু অংশ কারো সাথে মিলে গেছে।আর হ্যা ঘুম আর মন খারাপের সবচেয়ে মহাওষুধ হলো বই।সো বেশি বেশি বই পড়বেন।
Nice post about Humans carecters.if you want to know about men's carecter then it's very helpfull for every one. And it's also genaral knowledge also.