ভালোবাসার গল্প আর ভালো থাকার গল্প কখনও একইরকম হয় না।

দু'টো একদম ভিন্ন বিষয়।

দেখা যায়, একটা মানুষ তার প্রিয় মানুষকে হাজার ভালোবাসলেও বাস্তবতা কিংবা উদাসীনতার কারণে একে অপরকে কখনও ভালো রাখতে পারে না।

সহজভাবে বলতে গেলে, সেখানে হাজার কেন কোটি বছরের ভালোবাসা থাকলেও, ভালো না থাকতে পারলে সে ভালোবাসার কোনো দাম থাকে না।

ভালোবাসার গল্প মোটামোটি প্রায় সব মানুষের"ই থাকে। কিন্তু, সবাই ভালোবাসলেও ভালো আর ক'জন থাকে।

মোটকথা, ভালোবাসার গল্প সবার থাকলেও ভালো থাকার গল্প সবার থাকে না।

ভালোবেসে মানুষ ঘর বাঁধলেও ভালো আর থাকতে পারে না। কারণ তারা শুধু ভালোটাই বাসতে পারে, একে অপরের মনের কথাটা আর বুঝতে পারে না।

সবমিলিয়ে, সে গল্পটা ভালোবাসার হলেও ভালো থাকার মোটেও নয়।

আর সত্যি বলতে অন্তত আমার তো মনে হয়, ভালোবাসার চেয়ে ভালো থাকাটা বেশি জরুরি।

প্রিয় মানুষটা যদি আপনার মনের কথা বুঝে আপনাকে ভালো রাখতে পারে, তখন দেখবেন ভালোবাসাটাও আপনাআপনি আপনাদের জীবনের গল্পে মিশে আছে।

4
$
User's avatar
@sumaiyakter posted 4 years ago

Comments

হুম।ঠিক বলেছেন ভালোবাসার গল্প আর ভালো থাকার গল্প কোনোদিন এক হবে না।

$ 0.00
4 years ago

হুম আপু ধন্যবাদ। আসলে সবকিছু ভালোবাসা দিয়ে ও হয়না ভালো রাখাটাই আসল।পেটে যদি ক্ষুদা থাকে তখন দিন দুনিয়া ও তিতা লাগে।হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলছিলো অভাব যখন ঘরের দরজা দিয়ে ডুকে ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়।

$ 0.00
4 years ago

সুন্দর গল্প।। Subscribe korlam,like dilam,plz back

$ 0.00
4 years ago

thank you..subscribe done..

$ 0.00
4 years ago

Pleasure

$ 0.00
4 years ago