Good Morning Friends.
#ঐ_দেখা_যায়_তাল_গাছ_ঐ_আমাদের_গাঁ
#ঐ_খানেতে_বাস_করে_কাঁনাবগীর_ছা
ছোট্ট বেলার এ মজার কবিতাটি পড়েনি এমন কেউ আছে বলে আমার জানা নেই। আধো আধো বোলে কথা বলার সময় শিখেছিলাম এই ছড়া। জীবনে কত কবিতাই পড়েছি ভূলেও গেছি কিন্তু ভূলিনি এই ছড়া। মনে পড়ে সেই তালগাছের কথা। তখন তো চিনতামইনা সেই তালগাছ।
আমাদের গাঁ বলতে ভাবতাম আমাদের শরীর। কিন্তু পরে যখন জানলাম গাঁ মানে এত্ত সুন্দর গ্রাম। তখন সত্যিই কবির প্রতি শ্রদ্ধাবোধ আরও কয়েকগুন বেড়ে গেছে। কবির ভাষার মুগ্ধ হয়েছি বারংবার।
সত্যি গ্রামীণ সৌন্দর্য যেনো স্পষ্টত ফুটে উঠেছে কবির সুনিপুণ হাতের লেখনীতে। গভীর শ্রদ্ধা রইল কবির প্রতি 🙏
Like-comment-subscribe please!!
খুব সুন্দর করে লিখেছেন।খুব ভালো লাগলো। তালগাছ, বক দেখলে আমারও ছড়াটির কথা মনে পড়ে যায়।আমি কিন্তু এখনো মনে মনে ছড়াটি বলতেছি।সেই ছোট্ট বেলায় হারিয়ে গেলাম।