GOOD morning Dear.
"আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। "
--- শৈশবে কবি বন্দে আলী মিয়া র অনবদ্য এ কবিতাটি পড়েই নিজের গ্রাম, সমাজ, ঘরবাড়ি সবকিছুতেই যেন মায়া জড়িয়ে গেছিলো। আমাদের ছোট গ্রাম, কথাটি কত অধিকারের, কত আনন্দের। ছোট বেলায় এ কবিতাটি পড়েনি এমন মানুষ মেলা দায়।
আজ শহরকেন্দ্রিক মানুষ গ্রামকে ছেড়ে শহরে থাকছে জীবিকার তাগিদে কিন্তু ভুলতে পারেনি গ্রামের সেই মায়া, সেই টান, সেই সুদা মাটির গন্ধ। স্মৃতিগুলো যেন বারবার হানা দেয়।
ছবির মত সুন্দর সাজানো গোছানো আঁকানো আমার গ্রাম। যে শহর বা বিদেশ-বিভুঁইয়ে যাই না কেন এ গ্রামের কথা ভুলতে পারবোনা কখনও। এ যে মায়ের সমান স্নেহময়ী।
কবিতাটি যতবারই পড়ি ততবারই কবির প্রত শ্রদ্ধাবোধ আরও বেড়ে যায়, ভালবাসা বেড়ে গ্রাম আমার ছোট গ্রাম ও গ্রামের মানুষগুলির প্রতি। ভালাবসা ও শুভকামনা রইল সকল গ্রামবাসীর প্রতি। শুভকামনায় শুভসকাল।
প্রথম ছবিটি কোন জায়গার