দয়া করে শিরোনাম দেখেই মন্তব্য করতে আসবেন না, দুইটা মিনিট সময় থাকলে পুরোটা পরুন, নাহলে এড়িয়ে যেতে পারেন।
Please do not comment by only seeing the title, if you have two minutes please read my whole article, otherwise you can avoid.
ক্যান্সারে মৃত স্বামীর লাশ আনতে স্ত্রী গিয়েছিলেন ঢাকাতে। এদিকে বাড়িতে রেখে যাওয়া ৯ম শ্রেণীর কন্যা হিরা মণিকে দিনের আলোতে ধর্ষণ করে মেরে ফেলেছে একদল জানোয়ার।
The wife went to Dhaka, Bangladesh to fetch the body of her husband who had died of cancer. Meanwhile, a group of animals, the so called human raped and killed Hira Moni, a class nine girl and left the body in her house in broad daylight.
সেই মা চিৎকার করে বলছেন, "মালিক, আমি তো মা! আমার কথা শোন মালিক। দুনিয়ার আজাব দিসস, আরো দে। করোনা দিয়া এইগুলারে শেষ কইরা দে। ওরা আমার বুকটা খালি কইরা দিছে...."
The mother shouts, God, I am mother! Listen to me, Master. This is a brutal world, please finish everything ,peoples who killed my daughter, you will please punish them!
এই মহাররীর ভেতরও কিছু কাপুরুষ তাদের কাজ করে যাচ্ছে একইভাবে। চারপাশে এতো মৃত্যুর বিভীষিকা দেখেও তাদের মন গলতে পারেনি এতটুকু ও! প্রতি নারী দিবসে আমরা উপরের ছবিটার মতো বড় বড় বুলি আওড়ায় সর্বদা, নারী নির্যাতন নিপাত যাক! অথচ নিজেদের সন্তান দের মেয়েদের সম্মান করতে শেখাতে পারি না সামান্যতম!দেশের শিক্ষার হার বাড়ানোর উপর আমাদের যতো মনোযোগ তার ছিটেফোঁটা যদিও ছেলেমেয়েদের মানুষ এর মতো করে গড়ে তোলার পেছনে থাকতো!
Even in this epidemic, some cowards are doing their work in the same way. Seeing so many horrors of death around, their minds could not melt little much! In Every Women's Day, we always utter big words like the picture above, let's destroy women's oppression! But We can not teach our children to respect women ! As much as our focus is on raising the rate of education in the country, even if we put some little concentration on our children to make them real human being!
যুগ যুগ ধরে এমন বহু অন্যায়ের সাক্ষী থাকি আমরা, অন্যায় যে করে তাকে তো শাস্তি দিতে পারি না,বুক ফুলিয়ে তারা সমাজে ঘুরে বেড়ায়। এবার বোধহয় তাই প্রকৃতির শোধ নেয়ার পালা। সেই মায়ের মতো হাজারো ধর্ষিতা নারীর আর্তনাদ আমাদের কানে এসে না পৌছাতে পারলে ও মনে হয় প্রকৃতি ঠিকই শুনেছে এবার। ক্ষুদ্র অদেখা শক্তির কাছে অসহায় করে দিয়েছে আমাদের মানুষদের সব দম্ভ অহংকারকে। আমাদের বাঁচার কোন অধিকার নেয়। যাক, ধ্বংস হোক সবকিছু।
We have witnessed of many such injustices for long long days , we cannot punish those who commit such injustices, they roam around the society as their wish. Now maybe it's nature's turn to take revenge. The cries of thousands of raped women like that mother could not reach our ears and it seems that nature has heard it this time. All the pride and arrogance of people has been helpless to the small unseen power.
We,the human have no right to survive in this world anymore. Let everything be destroyed!
Humnnnn very touching article.keep it up