রাত পোহালেই ঈদ। এমনই ঈদ যেটা বিশ্ব দেখেনি কখনো আগে। এমনকি এবারে মতো পহেলা বৈশাখ উদযাপন আগে কি কখনো করেছে বাঙালি, ছিলো না রমনা বটমূলে বছর কে বরণ করে নেয়ার কোন আয়োজন, ছিলো না পান্তা ইলিশ খাবার ধুম। দিন দিন বেড়ে চলেছে মহামারীর দাপট। আমরা মানুষেরা অসহায় হয়ে পড়েছি তার হাতে।
সময় তো থেমে থাকে না। কালের নিয়মে আবারো আরেকটা ঈদ দরজায় কড়া নাড়ছে। আমরা এবারের রমজানের শেষ ইফতারিটা করে নিয়েছি একটু আগে। নতুন বছরের শুরুতে ভেবেছিলাম, প্রকৃতি যেন আমাদের প্রতি সদয় হয়, সবচেয়ে বড় উৎসবটা যাতে করে আমরা বাঁধনহারা ভাবে বন্ধু বান্ধব, কাছের মানুষদের সাথে পালন করতে পারি। প্রকৃতি সম্ভবত চাচ্ছে আমরা আরো অপেক্ষা করি। হতে পারে কিছুটা দেরিতে, তবে আমরা বিশ্বাস রাখি অন্ধকার কেটে যাবে খুব দ্রুত।
কালকের নতুন সূর্য আমাদের সবার জীবনে নব সূচনা ঘটাক, নিয়ে আসুক আলোর বার্তা।
নতুন দিনের প্রত্যাশায়, সবাইকে ঈদের শুভেচ্ছা, সুস্থ থাকুন সকলে,
আলো আসবেই।
Most of your post are in bangla. May be you love your mother language a lot.