রন্ধনপ্রণালী-হালিম

8 17

গতকালই প্রথম হালিম রান্না করলাম। মা অসুস্থ থাকায় রান্নার ভার নিতে হলো বিধায় এই রেসিপিটা ট্রাই করার সুযোগ পেলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো।

আমরা সবাই কম বেশি হালিম খেতে পছন্দ করি। আমি মুরগি মাংস দিয়ে করেছি ঘরে আর কিছু ছিলো না বিধায়, আপনারা চাইলে খাসি বা গরুর মাংস দিয়ে করতে পারেন।

রেসিপি দেয়া হল:

উপকরণ-

মুগ, মাসকলাই ডাল, মসুর ডাল আর পোলাও চাল মিলে আধা কেজির মত নিন। এক কাপ পরিমাণ। এসব কিছু গুঁড়ো করে নিন ব্লেন্ডারে বা পাটায়।

মুরগি একটা ১ থেকে দেড় কেজি ছোট পিস করে কাটা

পেঁয়াজ ৪ টি কুচি করে বেরেস্তা করা

পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

আদা বাটা ২ টেবিল চামচ

রসুন বাটা ২ টেবিল চামচ

হলুদ মরিচ গুঁড়ো মিলে ২ চা চামচ

গরম মশলা পাউডার ১ টেবিল চামচ

জিরা গুঁড়ো ২ চা চামচ

ধনিয়া গুঁড়ো ২ চা চামচ

ধনিয়া পাতা কুচি

আদা কুচি

তেল হাফ কাপ

লবণ

প্রণালি-

প্রথমে মুরগির সাথে সব মশলা মিশিয়ে মেরিনেট করে রাখি আধাঘণ্টা। এবার বড় হাড়িতে তেল দিয়ে তাতে মাখানো মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে অল্প পানি ফুটিয়েছি ২০ মিনিট। তেল উপরে উঠে আসলেই বুঝবেন এটা হয়ে গেছে। এবার এতে প্রথমে গুড়া করে রাখা সব রকম ডাল আর গম এর মিশ্রণটা দিয়ে নাড়াচাড়া করে ৫ কাপ গরম পানি দিয়ে দিন। ভালোভাবে পানি আর মশলার সাথে ডাল মিশিয়ে নিবেন। আঁচ মিডিয়াম করে রান্না করুন ১ ঘণ্টা। মাঝে মাঝে নেড়ে দিতে ভুলবেন না। ঘন হয়ে আসলে তেল উপরে উঠে আসবে। নামিয়ে হালিম এর উপরে ধনিয়া পাতা কুচি ,কাঁচা মরিচ, বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

ব্যস,হয়ে গেলো। 😋

8
$ 0.00
Sponsors of Munia
empty
empty
empty

Comments

খুব ভাল!! এই যে নতুন নতুন রেসিপি দিচ্ছিস আমার জন্য খুব সুবিধা হবে। যখন ইচ্ছা হবে @read.cash এ ঢুকে তোর recipe গুলো দেখতে পারবো। ধন্যবাদ এতো সুন্দর করে রেসিপিটা উপস্থাপন করার জন্যে

$ 0.00
3 years ago

ধন্যবাদ, আমি ভেবেছিলাম, হালিম বানানো আহামরি কিছু হবে। কিন্তু পরে বুঝলাম, একদমই সহজ। অবশ্যই ট্রাই করবে।

$ 0.00
3 years ago

Khub shundr vabe uposthapon krechen.khub pochonder ekti khabar halim.Thanks for sharing it

$ 0.00
3 years ago

সত্যি অসাধারণ। সব সময় কিনেই হালিম খাই কিন্তু কখনও বাড়িতে বানাই নি।আসলে পারতাম ই না বাড়িতে বানাতে।এখন মনে হচ্ছে পারব। ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

খুব ভালো একটা রেসিফি শেয়ার করলেন। আমিও হালিম খেতে বেশ পছন্দ করি। আজকে এই রেসিফি টা জেনে খুব ভালো লাগলো।

$ 0.00
3 years ago

হালিম অনেক পুষ্টিকর একটি খাবার। হালিম খেতে আমার খুব ভালো লাগে। এটা রমজানের সময় সবাই খেতে পছন্দ করে।

$ 0.00
3 years ago

লেখাটা পড়েই মুখে পানি চলে আসছে। জানিনা যদি বাসায় তৈরি করা হয় তাহলে কি হবে।এমনিতেই আপনার আর্টিকেলগুলো ভালো লাগে তার পরেও আপনি আবার সুন্দর একটি রেসিপি তুলে ধরেছেন।

$ 0.00
3 years ago

এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই এটি বাসায় চেষ্টা করে দেখব এবং সবার উদ্দেশ্যে বলছি রেসিপিটি অবশ্যই বাসায় তৈরি করে দেখুন। আমার মনে হয় ভালোই লাগবে।

$ 0.00
3 years ago

আপনি একদিন কে আমাদেরকে দাওয়াত দেন না আপনার হাতে তৈরি রেসিপিটা খেয়ে দেখব কেমন স্বাদ। রেসিপিটা অনেক সুন্দর ছিল। ধন্যবাদ

$ 0.00
3 years ago

ইয়াম্মি। হালিম আমার অনেক বেশি ভালো লাগে। আমি প্রায়ই হালিম বাসায় রান্না করি। এখন বাইরের পরিস্থিতি যা খারাপ তাতে বাইরে থেকে হালিম কিনে না এনে বাসায় ই হালিম বানিয়ে খাওয়া যায়।

$ 0.00
3 years ago