Keep Faith On Yourself

8 29
Avatar for Cutie_Angel_Mukta
3 years ago

নিজের প্রতি বিশ্বাস না হারিয়েই কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে পারবেন! জেনে নিন কয়েকটি ট্রিক

আমরা প্রত্যেকেই প্রতিদিন নানারকম চ্যালেঞ্জের মুখোমুখি হই, লড়াই করি, পড়ে যাই, আবার উঠেও দাঁড়াই! জীবনে এমন অনেক সময় আসে, যখন মনে হয় যে দেওয়ালে পিঠ থেকে গেছে আর তখনই আত্মবিশ্বাসের (self confidence) অভাব হয়। এক এক সময়ে একটু দোলাচলে ভুগলে সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা বিষয়েই যদি আত্মবিশ্বাসের অভাব হয় এবং তুচ্ছ-তুচ্ছ কারণে, তা হলে কিন্তু খুব মুশকিল! আপনি কী পরবেন, কীভাবে কথা বলবেন, কেমন করে সাজবেন, এমনকি কী খাবেন – সেটাও যদি অন্যের উপরে ছেড়ে দেন এটা ভেবে যে, ‘যদি কেউ কিছু মনে করে’

প্রতিদিনের নানা পরিস্থিতিতে কীভাবে আত্মবিশ্বাস বাড়াবেন!

💐১। আত্মবিশ্বাস (self confidence) বাড়ানো (boost up) তখনই যায়, যখন তার ছিটেফোঁটাও থাকে; কিন্তু যদি কারও নিজের প্রতি বিশ্বাসই না থাকে তা হলে? আমরা বাঙালিরা, বিশেষ করে মধ্যবিত্ত বাঙালিরা ছোটবেলা থেকেই ‘না’ শুনে বড় হয়েছি। এই ‘না’ ব্যাপারটি কিন্তু বড্ড নেগেটিভ আর নেগেটিভিটি আত্মবিশ্বাস কম করতে বেশ কাজে দেয়! কাজেই আপনি যদি চান যে নিজের প্রতি বিশ্বাস আবার ফিরিয়ে (boost up) আনবেন, তা হলে আপনার দিনের শুরুটা হওয়া উচিত খুব পজিটিভভাবে। প্রথমদিকের জন্য সক্কাল-সক্কাল ডেইলি অ্যাফারমেশন প্র্যাকটিস করুন। নিজেকে নিজেই বলুন, না শব্দটি আপনি আজ একেবারেই শুনবেন না।

💐2। নিজের প্রতি বিশ্বাস (self confidence) না থাকার আর একটি লক্ষণ হল সব কাজ উল্টোপাল্টা করে ফেলা বা ভুলে যাওয়া; অথবা বলা যেতে পারে সব কাজে ভুল করতে করতেই মানুষের আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে। একটা কাজ করতে পারেন, প্রতিদিন আপনি যা যা কাজ করবেন, সে যত ছোটই হোক না কেন; একটা জব লিস্ট তৈরি করে ফেলুন এবং একটা কাজ শেষ হয়ে গেলে পাশে টিক দিয়ে দিন। এতে কাজটাও হয়ে যাবে এবং আপনি ভুলেও যাবেন না আর বকাও খাবেন না!

💐৩। মনে আছে, স্কুলে বা কলেজে অথবা টিউশনের ক্লাসে কোনও পড়া বুঝতে না পারলে আপনি প্রশ্ন করতেন না, অথবা অফিসের মিটিং-এ কোনও কিছু নিয়ে কনফিউশন থাকলেও আপনি প্রশ্ন করেন না! কেন বলুন তো? পাছে কেউ আপনাকে ‘বোকা’ ভাবে সেজন্যই তো? আরে বাবা, সব যে সবাইকে জানতে হবে, তার কি কোনও মানে আছে? তাছাড়া, না বুঝে একটা কাজ ভুল করার থেকে প্রশ্ন করে সেটা জেনে নেওয়াটা অনেক ভাল তাই না?

💐৪। আমরা অনেকেই ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হয়েছি আর সেটাই যত নষ্টের গোড়া! এ বাবা, রাগ করবেন না! একটু ভেবে দেখুন তো, আমাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ বড় বয়স পর্যন্তও ঘরের বা বাইরের কাজ করিনি সেভাবে। তাতে আমাদের আত্মবিশ্বাসও (self confidence) বাড়েনি (boost up)। দায়িত্ব নিন, কেউ না দিলেও নিন! সপ্তাহে অন্তত এমন একটা কাজ করুন যাতে আপনি খুব একটা স্বচ্ছন্দ নন; যেমন ধরুন, টুক করে একদিন বাজার করলেন, অথবা anything else you may take as a new challenge to yourself ; দেখবেন ধীরে-ধীরে কিন্তু আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন!

I hope my dear @Omar and @ErdoganTalk will like my article.

Don't dare to translate my article without my permission.

Sponsors of Cutie_Angel_Mukta
empty
empty
empty
Sponsorship

10
$ 0.06
$ 0.05 from @Rehenuma
$ 0.01 from @Jakir
Avatar for Cutie_Angel_Mukta
3 years ago

Comments

Onek sundor likhechen. ato sundor kore kivabe likhen? Very informative article.😍😍

$ 0.00
3 years ago

অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন আপু☺ ধন্যবাদ😊

$ 0.00
3 years ago

Although I can't understand what os written on the article, I firmly agree that we should always keep the faith in ourselves.

$ 0.00
3 years ago

It's written in Bengali that's why it's difficult for you to understand. I hope you can understand it if you translate it into your language

$ 0.00
3 years ago

আত্মবিশ্বাস ছাড়া কখনো কোনো কাজ ভালোভাবে করা যায় না। তাই সব সময় নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে যে আমি সব কিছু করতে পারবো।

$ 0.00
3 years ago

Thanks dear

$ 0.00
3 years ago