আমরা মানুষ। আমাদের স্বপ্নের নেই কোন সীমানা। হাজার হাজার স্বপ্ন এই একটি ছোট মাথায় উকি দিয়ে যায়। আর পরক্ষণেই মন টা হয়ে উঠে চঞ্চল।
এতগুলো স্বপ্ন কে একজনের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব হয়ে উঠে না। তাই তাকে চিন্তায় পড়তে হয় কোন স্বপ্নটা কে রেখে কোনটা প্রাধান্য দিবে।
আজ আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ সময়ের কথা সবার সাথে শেয়ার করছি। সেই সাথে Read.Cash ওয়েবসাইটের এডমিন কে ধন্যবাদ জানাবো এমন একটি ভালো ওয়েবসাইট তৈরি করার জন্য।
আমার ইন্টার পরীক্ষা শেষ... বাবার ইচ্ছে মেডিকেলে পড়া, মায়েরও ইচ্ছে তাই। কিন্তু আমার ইচ্ছে ছিলো ইন্জিনিয়ারিং কোন ভার্সিটি তে পড়বো। কিন্তু বাবা মায়ের দুই জনের ইচ্ছাকে প্রাধান্য দিবো নাকি নিজের টা কে দোটানায় পড়ে গেছিলাম। অনেক চিন্তা করে নিজের ইচ্ছে টাকে বাদ দিয়ে চলে গেলাম মেডিকেলের কোচিং। তিন চার মাসের কষ্টের ফল আসলো এক মার্ক। এই একটা মার্ক আজ আমার জীবন কে পরিবর্তন করে দিলো। আজ আমি না পড়ি মেডিকেল না পড়ি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে । তবে আজকে যেখানে আছি হয়তো সেটায় আমার জন্য আর ভালো কিছু এনে দেবে। বন্ধুরা এখন আমি পাবলিক ভার্সিটি তে পড়ি।
তোমারও কমেন্ট করে জানাও তোমাদের লাইফ গুরুত্বপূর্ণ সময়ের কথা। আর ভালো লাগলে আমার পোস্ট এ লাইক করো। সাবসক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।
sorry I find it hard to understand this. Anyway i hope you have a good dream last night.maam. Take care always.