প্রাণ থাকলে প্রাণী হয়,কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায়না।

29 54
Avatar for Akash.
Written by
4 years ago
Sponsors of Akash.
empty
empty
empty

বন্ধুরা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। এই প্রবন্ধটি নাম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন প্রবন্ধটি একটি শিক্ষামূলক প্রবন্ধ। প্রবন্ধটি জানি এটি আপনার আগেও পড়েছেন। কিন্তু এটা আমি নিজের মত ভাবে উপস্থাপন করব আশাকরি আপনাদের ভাল লাগবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে প্রবন্ধটি পড়বেন।

আমরা জানি যে মানুষের বিবেক বুদ্ধি আছে সেই মানুষ, কিন্তু পশুদের এই বিবেক বুদ্ধি নেই।তাই মানুষ হতে গেলে অবশ্যই মানুষের সেই সঠিক গুলো বলি দরকার যেমন প্রশস্ত মন, মানবীয় গুণের অধিকারী। তাহলেই সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।

মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হল মন কিন্তু মানুষের প্রাণ আছে প্রাণীর ও প্রাণ আছে এই দুইটা মানুষের এবং প্রাণীর এক। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে প্রাণীরা যখন জন্মগ্রহণ করে তারা প্রাণী রূপেই উপাধি পায়। কিন্তু মানুষের ক্ষেত্রে ভিন্ন, মানুষ রুপে জন্ম গ্রহণ করলেই প্রকৃত মানুষ ওট সম্ভব নয়। তাই অবশ্যই একজন মানুষকে সঠিক মানুষ রূপে প্রকাশিত করার জন্য, বিভিন্ন মানবীয় বৈশিষ্ট্যের অর্জন করার চেষ্টা করতে হবে।

যে ব্যক্তি বা মানুষ ভালো-মন্দ, দোষগুণ, ন্যায় বিচার, বিবেচনা করতে পারে এবং মহৎ গুণাবলির অর্জন করতে পারে সেই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী। মানুষের মনের বিকাশ এর মাধ্যমেই মানুষ মহৎ গুণাবলি অর্জন করতে পারে এবং তারা সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রাণী বড় কথা নয়, মন ই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

মানুষ একটি মহৎ সৃষ্টি যেটা তাকে ঈশ্বর প্রদান করে থাকে। তাই আমরা জানি যে মানুষ রুপে জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। তাই প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই সঠিক মন থাকতে হবে। মনকে স্থির রাখতে হবে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাহলে সেই ব্যক্তি সঠিক মানুষের অধিকার লাভ করবে। এবং সে প্রাণী এবং মানুষের মধ্যে তুলনা সৃষ্টি করতে পারবে। তাই মানুষের মন সবথকে বড় জিনিস।

আমরা জানি মানুষ এবং অন্য প্রাণীর ভেতর অনেক পার্থক্য আছে:, মানুষের বিবেক-বুদ্ধি, দশগুণ, অন্যায়-নেয়, সুন্দর-অসুন্দর বোদ, মানবতা, ভালোবাসা, ক্ষমা,বেদনা, সব মানুষের ভিতরে থাকে কিন্তু পশুদের তা নেই। এর থেকে আমরা জানতে পারি যে মানব সব থেকে আলাদা তার এই শক্তি এই পৃথিবীতে আর কোথাও নেই কোনো সৃষ্টিতেই নেই।

তাই আমরা এটা বলতে পারি যে মানব বোনের এই শক্তি তাকে অন্য প্রাণী থেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী করেছে।

আশা করি আপনাদের এই প্রবন্ধটি অনেক ভালো লেগেছে। এবং আমি হয়তো আপনাদের অনেক কিছু বোঝাতে পেরেছি প্রবন্ধ থেকে। এবং আমি অবশ্য আপনাদের কাছে মিনতি করছি মনোযোগ সহকারে আমার এই প্রবন্ধটি পড়বেন এবং আপনারা সঠিক মনের অধিকারী হবেন ধন্যবাদ।

ধন্যবাদ আমার সকল বন্ধুদের।

বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।

ঈশ্বর আপনাদের সহায় হোক।

"দিনটি ভালো কাটুক ধন্যবাদ"

14
$ 0.00
Sponsors of Akash.
empty
empty
empty
Avatar for Akash.
Written by
4 years ago

Comments

Ji thiki.bolachan pran thakle prani hoi karon.kukur biral hati ai gularo pran ase tai tara prani kintu mon allah dewa amadar sresto upohar ja na thakle manusar moto manus howa jai na

$ 0.00
4 years ago

আপনি ঠিকই বলেছেন ধন্যবাদ।

$ 0.00
4 years ago

Wlc dear

$ 0.00
4 years ago

অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায়না। প্রত্যেকটা মানুষের একটা ভালো মন থাকা দরকার।

$ 0.00
4 years ago

আপু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সবারই জ্ঞান থাকা উচিত। আপনার মতামতের সাথে আমি একমত। অনেক ভালো একটি মন্তব্য শেয়ার করেছেন আপনি।

$ 0.00
4 years ago

ধন্যবাদ

$ 0.00
4 years ago

কথাটি একেবারে সত্য। প্রাণ থাকলে প্রানী হয় কিন্তু মন না থাকলে সে কখনোই মানুষ হিসেবে বিবেচিত হতে পারেনা।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু বিষয়টা এমনই ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য আপু।

$ 0.00
4 years ago

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

$ 0.00
4 years ago

হ্যাঁ আপু।

$ 0.00
4 years ago

হুম ভাইয়া।

$ 0.00
4 years ago

Realistic Article..The Heartless people are worse than animal.. It's very nice article..Thanks for sharing this valuable article 😊

$ 0.00
4 years ago

Thank you 😊.

$ 0.00
4 years ago

"Man is a great creation that God gives him. So we know that it is not possible to be a real person just by being born as a human being. So to be a real person you must have the right mind."

Really this statement is more & more valuable. Thanks dear for sharing this. 😍😍😍

$ 0.00
4 years ago

Yes dear you are right. I support your comments. Thanks for your valuable comment.

$ 0.00
4 years ago

মানুষ লম্বায় ও বয়সে বড় হলেই হয়না তার ভেতর মনুষত্ব থাকতে হয়।নাহলে তার আচরণ পশুর সমান হয়ে যায় যা সমাজের জন্য ক্ষতিকর।তাই আমাদের উচিৎ মানুষের মতো মানুষ হওয়া

$ 0.00
4 years ago

আপনি যথার্থই বলেছেন ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য। আপনি যেটা বলেছেন তার সাথে আমি একমত।

$ 0.00
4 years ago

শরীরে বৃদ্ধিতে মানুষের মন বাড়েনা। কর্মে আর মনে বাড়তে হয়

$ 0.00
4 years ago

আপনি সত্যি যথার্থ বলেছেন ভাই। আপনার এই মূল্যবান মতামতের সাথে আমি একমত। আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান মতামতের জন্য।

$ 0.00
4 years ago

যার ভিতর মনুষ্যত্ব নেই বিবেক নেই সে মানুষের মধ্যে পড়ে না সে মানুষ হয়েও একটি পশুর সমান হয়ে থাকে। আমাদের সকলের উচিত ভালো একটা মানুষ হওয়ার। আশাকরি ভবিষ্যতে আর্টিকেলগুলো আরো ভালো হবে।

$ 0.00
4 years ago

হ্যা বন্ধু আমি অবশ্যই ভালো করার চেষ্টা করব ভবিষ্যতে। বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান মতামতের জন্য। আশা করি সবসময় আমার পাশে থাকবে ধন্যবাদ।

$ 0.00
4 years ago

আসলে ভাই আপনি কথাটি সত্যি বলেছেন প্রাণ না থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে কখনোই মানুষ হওয়া যায়না। সত্যিই আপনার শিরোনামটা খুবই ভালো লাগলো।

$ 0.00
4 years ago

হ্যাঁ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমার এই প্রবন্ধ টির অনুসারী হওয়া এবং সঠিক পথে চলতে থাকো আশা করি তুমি সঠিক পথে চলতে পারবা এবং তোমার মন সঠিক পথে গঠিত হবে। ধন্যবাদ এই প্রবন্ধটি পড়ার জন্য।

$ 0.00
4 years ago

প্রাণ তো সব প্রাণীর ই থাকে। কিন্তু মন একমাত্র তাদেরই থাকে যারা মনুষ্যত্বের অধিকারী ।আজকাল খারাপ মানুষ এতোই বেড়ে যাচ্ছে যে মানুষের মতো মানুষ পাওয়া বড় মুশকিল

$ 0.00
4 years ago

আপনি একদম ঠিক বলেছেন আপু। খুবই সুন্দর একটি বক্তব্য রাখছেন আমাদের মাঝে।

আজকাল ভালো মানুষ পাওয়া খুবই কষ্টসাধ্য। এই সমাজে ভালো লোক পাওয়া যায় না বললেই চলে। আপনাকে অনেক ধন্যবাদ এই মূল্যবান মতামতের জন্য। আমার সব থেকে আপনার এই মতামতে ভালো লেগেছে।

$ 0.00
4 years ago

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট করার জন্য ।

$ 0.00
4 years ago

স্বাগতম আপনাকে।

$ 0.00
4 years ago