বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। এই প্রবন্ধটি নাম দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন প্রবন্ধটি একটি শিক্ষামূলক প্রবন্ধ। প্রবন্ধটি জানি এটি আপনার আগেও পড়েছেন। কিন্তু এটা আমি নিজের মত ভাবে উপস্থাপন করব আশাকরি আপনাদের ভাল লাগবে। আশা করি আপনারা মনোযোগ সহকারে প্রবন্ধটি পড়বেন।
আমরা জানি যে মানুষের বিবেক বুদ্ধি আছে সেই মানুষ, কিন্তু পশুদের এই বিবেক বুদ্ধি নেই।তাই মানুষ হতে গেলে অবশ্যই মানুষের সেই সঠিক গুলো বলি দরকার যেমন প্রশস্ত মন, মানবীয় গুণের অধিকারী। তাহলেই সে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে।
মানুষ এবং প্রাণীর মধ্যে পার্থক্য হল মন কিন্তু মানুষের প্রাণ আছে প্রাণীর ও প্রাণ আছে এই দুইটা মানুষের এবং প্রাণীর এক। কিন্তু একটা জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে প্রাণীরা যখন জন্মগ্রহণ করে তারা প্রাণী রূপেই উপাধি পায়। কিন্তু মানুষের ক্ষেত্রে ভিন্ন, মানুষ রুপে জন্ম গ্রহণ করলেই প্রকৃত মানুষ ওট সম্ভব নয়। তাই অবশ্যই একজন মানুষকে সঠিক মানুষ রূপে প্রকাশিত করার জন্য, বিভিন্ন মানবীয় বৈশিষ্ট্যের অর্জন করার চেষ্টা করতে হবে।
যে ব্যক্তি বা মানুষ ভালো-মন্দ, দোষগুণ, ন্যায় বিচার, বিবেচনা করতে পারে এবং মহৎ গুণাবলির অর্জন করতে পারে সেই প্রকৃত মনুষ্যত্বের অধিকারী। মানুষের মনের বিকাশ এর মাধ্যমেই মানুষ মহৎ গুণাবলি অর্জন করতে পারে এবং তারা সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠে। তাই আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রাণী বড় কথা নয়, মন ই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।
মানুষ একটি মহৎ সৃষ্টি যেটা তাকে ঈশ্বর প্রদান করে থাকে। তাই আমরা জানি যে মানুষ রুপে জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়। তাই প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই সঠিক মন থাকতে হবে। মনকে স্থির রাখতে হবে মনকে সঠিক পথে চালনা করতে হবে। তাহলে সেই ব্যক্তি সঠিক মানুষের অধিকার লাভ করবে। এবং সে প্রাণী এবং মানুষের মধ্যে তুলনা সৃষ্টি করতে পারবে। তাই মানুষের মন সবথকে বড় জিনিস।
আমরা জানি মানুষ এবং অন্য প্রাণীর ভেতর অনেক পার্থক্য আছে:, মানুষের বিবেক-বুদ্ধি, দশগুণ, অন্যায়-নেয়, সুন্দর-অসুন্দর বোদ, মানবতা, ভালোবাসা, ক্ষমা,বেদনা, সব মানুষের ভিতরে থাকে কিন্তু পশুদের তা নেই। এর থেকে আমরা জানতে পারি যে মানব সব থেকে আলাদা তার এই শক্তি এই পৃথিবীতে আর কোথাও নেই কোনো সৃষ্টিতেই নেই।
তাই আমরা এটা বলতে পারি যে মানব বোনের এই শক্তি তাকে অন্য প্রাণী থেকে পৃথক বৈশিষ্ট্যের অধিকারী করেছে।
আশা করি আপনাদের এই প্রবন্ধটি অনেক ভালো লেগেছে। এবং আমি হয়তো আপনাদের অনেক কিছু বোঝাতে পেরেছি প্রবন্ধ থেকে। এবং আমি অবশ্য আপনাদের কাছে মিনতি করছি মনোযোগ সহকারে আমার এই প্রবন্ধটি পড়বেন এবং আপনারা সঠিক মনের অধিকারী হবেন ধন্যবাদ।
ধন্যবাদ আমার সকল বন্ধুদের।
বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।
ঈশ্বর আপনাদের সহায় হোক।
"দিনটি ভালো কাটুক ধন্যবাদ"
Ji thiki.bolachan pran thakle prani hoi karon.kukur biral hati ai gularo pran ase tai tara prani kintu mon allah dewa amadar sresto upohar ja na thakle manusar moto manus howa jai na