আলো বলে, অন্ধকার, তুই বড় কালো' অন্ধকার বলে, ভাই, তাই তুমি আলো।

21 271
Avatar for Akash.
Written by
3 years ago
Sponsors of Akash.
empty
empty
empty

বন্ধুরা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রবন্ধটি খুব ছোট করে উপস্থাপনা করব যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তবে চলুন শুরু করা যাক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চচ্ছি। আপনারা এই ব্যাপারে অর্থাৎ এই বিষয়ে অনেক কিছু জেনেছেন এবং আগেও পড়েছেন। এটা আমি নিজের মতো করে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে।

আমরা সবাই জানি পৃথিবীতে ভালো-মন্দ বিরাজমান। কিন্তু ভালো আছে বলেই মন্দ বিরাজমান। আর মন্দ আছে বলেই ভালো বিরাজমান। এই পৃথিবীতে দুটোই খুব প্রয়োজন। কারণ ভেবে দেখেছেন দুঃখ না থাকলে মানুষ সুখের সন্ধান করে না। আর মানুষ সুখ পেলে অবশ্যই মানুষকে দুঃখ পেতে হয়। পৃথিবীতে মন্দ আছে বলেই ভালোর এত কদর।

আমরা জানি আলো অন্ধকার এই দুইটি বিপরীত মনে হলেও আলো স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন হয়। তাই এই দুইটি একে অপরের উপর নির্ভরশীল। আমরা জানি যে আমাদের জীবনে রাত এবং দিন বিরাজমান আমরা রাত দিনের মতো যদি কোন পার্থক্য না পেতাম, একটানা লোবা একটানা অন্ধকার হলে আমরা রাজ্য থেকে কোন তফাৎ বুঝতে পারতাম না। তাই ভালো মন্দ, সাদাকালো, ইতর ভদ্র, পাহাড় সমতল, সুজন কুজন, মরুভূমি সমুদ্র, এইসব প্রকৃতির সমন্বয় গড়ে উঠেছে পৃথিবীতে এগুলো অবশ্যই দরকার।

এই বৈপরীত্যের সড়ক উপলব্ধি করেই মানুষ বেছে নেয় সঠিক পথ ও পন্থা তারপরে মানুষ একে অপরকে উপলব্ধি করতে পারে। তাই কোন কিছু তুলনার মধ্য দিয়ে কোন বস্তু স্বরূপ অনুবাদ করা সহজ। তাই আলো এবং অন্ধকার একে অপরের উপর নির্ভরশীল। ভালো-মন্দ আলো অন্ধকার আসলেই এরা একে অপরের উপর নির্ভরশীল।

অন্ধকার কালো বলে নিন্দা করার কিছুই নেই। ‌ কারণ অন্ধকার আছে বলেই আলোর এত কদর।

আশা করি আপনাদের প্রবন্ধটি ভালো লেগেছে।আপনাদের অনেক ধন্যবাদ এই প্রবন্ধটি পছন্দ করার জন্য। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে এবং শিখতে পারলেন এই প্রবন্ধ থেকে ‌।

আমার সকল বন্ধুদের ধন্যবাদ।

বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।

ঈশ্বর আপনাদের সহায় হোক।

"শুভরাত্রি"

12
$ 4.44
$ 4.44 from @TheRandomRewarder
Sponsors of Akash.
empty
empty
empty
Avatar for Akash.
Written by
3 years ago

Comments

Ata akta sotto kotha bolachan duniyate jodi valo monto na thakto tahole duniyai bosobaskora anondomoi hoto na kharap acha bolai duniyai valo manus pawa jai karon sobai jodi valo hoi tahole sai jibone romanchokota kichu thakbe na

$ 0.00
3 years ago

এটা একদম সঠিক বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত মূল্যবান একটি মতামত উপস্থাপনা করার জন্য। আপনি সত্যিই অনেক ভালো একটি মন্তব্য লিখেছেন।

$ 0.00
3 years ago

Wlc

$ 0.00
3 years ago

আসলেই ভালো ছিলো।কেউ স্বয়ংসম্পূর্ণ নয়,সবাই একে অপরের পরিপূরক।

$ 0.00
3 years ago

Yes my dear...

$ 0.00
3 years ago

স্কুল লাইফে এই প্রবন্ধ টা আমার খুন পছন্দের ছিলো।বুঝে ও পড়তাম আবার না বুঝেও পড়তাম।এই প্রবন্ধটা অনেক কিছুকে নির্দেশ করে।যেমন কালো আছে বলেই সৌন্দর্যের এত মূল্য,গরিব আছে বলেই ধনীদের এত মূল্য তেমনি অন্ধকার আছে বলেই আলো স্বার্থক।তাই আমরা একে অপরের পরিপূর।

$ 0.00
3 years ago

Yes my dear thank you so much for your valuable comment...

$ 0.00
3 years ago

you are most welcome.

$ 0.00
3 years ago

অন্ধকার আছে বলেই আমরা বুঝতে পারি আলোথ গুরুত্ব কতটুকু ।তাই আমাদের চারপাশে কিছু খারাপ লোক আছে বলেই আমরা ভালো লোকদের মূল্য বুঝতে পারি।

$ 0.00
3 years ago

হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। অনেক ধন্যবাদ।

$ 0.00
3 years ago

Nice article..ae bhab shomprosharon ta amr khub favourite chilo ...this article reminds me of my school life....Thanx for sharing. 😊

$ 0.00
3 years ago

অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই মন্তব্য অনেক মূল্যবান। এটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। এটা খুবই মূল্যবান একটি প্রবন্ধ।

$ 0.00
3 years ago

বৈপরীত্য আছে বলেই পৃথিবী এত সুন্দর। রাত আছে বলেই দিনের এত কদর। কালো আছে বলেই সুন্দরের জয়গান। ধন্যবাদ এত সুন্দর করে বিষয়গুলো উপস্থাপন করার জন্য।

$ 0.00
3 years ago

একদম ঠিক কথা বলেছেন ভাই। আমারে প্রবন্ধটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

$ 0.00
3 years ago

মুদ্রা কখনোই এক পিঠে হয়না। দুই পিঠেই মুদ্রা। তেমনি বিপরীত আছে থাকবে আজীবন। তাই বলে হেয় করার কিছুই নেই।

$ 0.00
3 years ago

খুবই একটি যুক্তিযুক্ত কথা বলেছেন ভাই। অনেক ধন্যবাদ আপনাকে।

$ 0.00
3 years ago

আলো আঁধার ভালো খারাপ সব মিলিয়ে এই পৃথিবী। একটা না থাকলে অন্যটার মুল্য বোঝা যায়না।।

$ 0.00
3 years ago

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য উপস্থাপন করার জন্য।

$ 0.00
3 years ago

আসলে কথা টা সত্যি কথা বলার জন্য ধন্যবাদ

$ 0.00
3 years ago

Most welcome dear...

$ 0.00
3 years ago