বন্ধুরা সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি প্রবন্ধ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রবন্ধটি খুব ছোট করে উপস্থাপনা করব যাতে আপনাদের পড়তে সুবিধা হয়। তবে চলুন শুরু করা যাক আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে কথা বলতে চচ্ছি। আপনারা এই ব্যাপারে অর্থাৎ এই বিষয়ে অনেক কিছু জেনেছেন এবং আগেও পড়েছেন। এটা আমি নিজের মতো করে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে।
আমরা সবাই জানি পৃথিবীতে ভালো-মন্দ বিরাজমান। কিন্তু ভালো আছে বলেই মন্দ বিরাজমান। আর মন্দ আছে বলেই ভালো বিরাজমান। এই পৃথিবীতে দুটোই খুব প্রয়োজন। কারণ ভেবে দেখেছেন দুঃখ না থাকলে মানুষ সুখের সন্ধান করে না। আর মানুষ সুখ পেলে অবশ্যই মানুষকে দুঃখ পেতে হয়। পৃথিবীতে মন্দ আছে বলেই ভালোর এত কদর।
আমরা জানি আলো অন্ধকার এই দুইটি বিপরীত মনে হলেও আলো স্বরূপ বুঝতে হলে অন্ধকারের প্রয়োজন হয়। তাই এই দুইটি একে অপরের উপর নির্ভরশীল। আমরা জানি যে আমাদের জীবনে রাত এবং দিন বিরাজমান আমরা রাত দিনের মতো যদি কোন পার্থক্য না পেতাম, একটানা লোবা একটানা অন্ধকার হলে আমরা রাজ্য থেকে কোন তফাৎ বুঝতে পারতাম না। তাই ভালো মন্দ, সাদাকালো, ইতর ভদ্র, পাহাড় সমতল, সুজন কুজন, মরুভূমি সমুদ্র, এইসব প্রকৃতির সমন্বয় গড়ে উঠেছে পৃথিবীতে এগুলো অবশ্যই দরকার।
এই বৈপরীত্যের সড়ক উপলব্ধি করেই মানুষ বেছে নেয় সঠিক পথ ও পন্থা তারপরে মানুষ একে অপরকে উপলব্ধি করতে পারে। তাই কোন কিছু তুলনার মধ্য দিয়ে কোন বস্তু স্বরূপ অনুবাদ করা সহজ। তাই আলো এবং অন্ধকার একে অপরের উপর নির্ভরশীল। ভালো-মন্দ আলো অন্ধকার আসলেই এরা একে অপরের উপর নির্ভরশীল।
অন্ধকার কালো বলে নিন্দা করার কিছুই নেই। কারণ অন্ধকার আছে বলেই আলোর এত কদর।
আশা করি আপনাদের প্রবন্ধটি ভালো লেগেছে।আপনাদের অনেক ধন্যবাদ এই প্রবন্ধটি পছন্দ করার জন্য। আশা করি আপনারা অনেক কিছু বুঝতে এবং শিখতে পারলেন এই প্রবন্ধ থেকে ।
আমার সকল বন্ধুদের ধন্যবাদ।
বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন।
ঈশ্বর আপনাদের সহায় হোক।
"শুভরাত্রি"
Ata akta sotto kotha bolachan duniyate jodi valo monto na thakto tahole duniyai bosobaskora anondomoi hoto na kharap acha bolai duniyai valo manus pawa jai karon sobai jodi valo hoi tahole sai jibone romanchokota kichu thakbe na