লাভ-লোকসানের চিন্তা করলে হয়ত সফল হওয়া যায়। কিন্তু মানুষ হওয়া যায় না। সফল তো চোর ডাকাতও হয়। তাদের জীবন কি তাহলে সার্থক? জীবনকে যারা পরিপূর্ণভাবে ভালো কাজে লাগাতে পারেন, তারাই সার্থকতার স্বাদ পান। বেশি বুঝা কোনো সমস্যা না, বরং কম বুঝে বেশি বুঝার ভান ধরাটাই সমস্যা।
3
$
@Tithi99
posted
4 years ago
Comments
Good Good Good Good Post
সত্য কথা বলেছেন। কিছু মানুষ আছে সমাজে যারা কোন কিছু বোঝার আগেই নেগেটিভ দিক খুব তাড়াতাড়ি বুঝতে পারে।
রাইট আপু খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন ধন্যবাদ আপনাকে আমাদের সমাজে তো এমন লোক আছে তারা কম বুঝে কিন্তু বেশি বুঝার ভান ধরে
অসাধারন পোষ্ট আপু খুবি ইনপটেন কথ বলেছেন, কথা গুলো পরতে অনেক ভাল লাগলো
হা আপু । খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো খুবই ভালো লাগলো।
সত্য কথা বলেছেন।