আমি অতীত বর্তমান নয়, ভবিষ্যতের বাহক হয়ে এসেছি, আমি পাখির গান নয়, ঝরা পাতার গান শোনাতে চাই। আমি পশ্চাৎপদ ধারণা নই, সময়ের ফলে বদলে যাওয়া খোলা মন নিয়ে এসেছি। আমাকে আর বেঁধে রাখতে পারবে না, আমি অগ্রসর হতে এসেছি, প্রাচীন কুপমন্ডুক ধ্যানধারকে বর্তমানের ধুলা দিয়ে ঢাকতে চাই। আমি শিখতে নয়, তোমাদের শেখাতে চাই নতুন দিনের অবিশ্রান্ত আলোতে, আমি নুপুর পায়ে নয়,আলোর দূত হয়ে সবার চোখে আটকে থাকতে চাই। তথাকথিত উচ্ছিষ্ট চিন্তা গুলো প্লাবনের তোড়ে ভেসে যাক, সংস্কার আসুক সবার পেছনে ছায়া হয়ে, যুদ্ধের ক্ষত,আতঙ্কের ছাপ ভ্যানিশ হয়ে যাক। বিলুপ্ত হোক সব আধার,বিপ্লব আসুক নতুন প্রহরে, বদ্ধ জীবন উম্মাদের রূপ,ফেটে পড়ুক সব উম্মাদ, আমি বসন্তের গান শোনাতে চাই,মেখে দিতে চাই উচ্ছ্বাসের প্রহরাগুলি। শোন তরুণেরা ছুটে আসো সপথে, সচেতন হয়ে উঠ নিজের তরে, জাতির তরে, তোমরা না জাগিলে যে জগৎ জাগবে না। ভাস্বর করে,রুদ্র চোখে জাগিয়ে তোলে নিস্তেজ, বিধ্বস্ত ধরণীমাতাকে, শিক্ষা,স্বাক্ষর,বিজ্ঞানের উন্মাদনায় বিকশিত করো পঙ্কিল সভ্যতাকে যৌবনের সঙ্গীতে।

11
$
User's avatar
@mahmudakter posted 4 years ago

Comments

ভালো লাগলো

$ 0.00
4 years ago

ধন্যবাদ।

$ 0.00
4 years ago

অনেক সুন্দর লেখেছেন।

$ 0.00
4 years ago

ধন্যবাদ।

$ 0.00
4 years ago