আমাদের দৈনন্দিন জীবনে যারা কম্পিউটার নেটওয়ার্ক ব্যাবহার করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সংযোগ করি এবং ওয়ারলেস অথবা ইথারনেট ক্যাবল ব্যাবহার করি, এখন ইচ্ছে করলে ঘরের পাওয়ার-লাইন ব্যাবহার করেও ইন্টারনেট সংযোগ/ নেটওয়ার্ক স্থাপন করতে পারবেন। হয়তবা অনেকেই জানেন, তবু ও যারা জানেন না তাদের জানানোর জন্যই আমার এই পোস্ট। এই পন্থা আমি কিছুদিন আগে জানতে পারি, যখন আমি কিছুদিন আগে একটি IPTV Box কিনি। IPTV Box-এ Wi-Fi অপশন থাকলেও তা অনেক ক্ষেত্রে ভাল Speed দিত না এবং প্রতিনিয়ত Buffering করত। আর এভাবে টিভি দেখা থেকে না দেখাই ভাল। আর ইথারনেট টেনে হিচ্রে এক রুম থেকে আরেক রুমে নেয়াও ঝামেলা এবং বাড়ীর সৌন্দর্য কিছুটা হলে ও কমিয়ে দেয়। আসুন জেনে নেই, এটি অনেকটা HomePNA (যা frequency-division multiplexing (FDM) নামেও পরিচিত। ) হিসেবে কাজ করে। এতে নতুন কোন ক্যাবল দরকার হবে না আপনার। শুধু পাওয়ার আউটলেট থাকলেই চলবে। বিস্তারিত আপনারা এই আর্টিকেল পড়লেই বুঝতে পারবেন। http:// computer.howstuffworks. com/power-network.htm কি কি লাগবে?

  • মডেম/ রাউটার/ ইথারনেট কেবল
  • আর সবচেয়ে জরূরী ২ টি এডাপ্টার (নিচের ছবি অনুযায়ী) – অনেকেই একে LAN over PowerLine adapter নামে চিনেন. কিভাবে কাজ করবেন? সাধারণত আমরা মডেম কে বাসার ফোন সকেটের সাথে কানেকশন দেই. তারপর, Wi-Fi/Ethernet দিয়ে কানেকশন শেয়ার করি. LAN over PowerLine একটি এডাপ্টার ইথারনেট কেবলের মাধ্যমে মডেম/ রাউটারের সাথে কানেকশন দিন. বাসার ইলেকট্রিক সকেটের সাথে প্লাগ-ইন করুন. এখন, আরেকটি LAN over PowerLine যে রুমে কানেকশন দিতে চান সেই রুমের ইলেকট্রিক সকেটে প্লাগ-ইন করুন. LAN over PowerLine সাথে একটি ইথারনেট কেবল দিয়ে আপনার টিভি, কম্পিউটার, অথবা, যেকোন ডিভাইসের সাথে কানেকশন দিন. এখন, আপনি ইচ্ছে করলে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা শেয়ার করতে পারবেন.
1
$
User's avatar
@ousa posted 4 years ago

Comments

ধন্যবাদ,এই পোষ্ট থেকে অনেক কিছু জানলাম।

$ 0.00
4 years ago