১৯৭০ সালের পর থেকে সৌর সময়ের সাথে মিল রাখতে বিজ্ঞানীরা তাদের এটমিক ঘড়িতে এখন পর্যন্ত মোট ২৭ লিপ সেকেন্ড যোগ করেছে। কিন্তু এই প্রথমবারই তারা ‘নেতিবাচক লিপ সেকেন্ড’ যোগ করার চিন্তা করছেন।

এর কারণ, কয়েক দশক ধরে পৃথিবী তার একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে 24 ঘন্টা চেয়ে কিছুটা বেশি সময় নিয়েছে। কিন্তু গত বছর থেকে পৃথিবী কিছুটা কম সময় নিচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন নিচের লিংকে।

https://www.mohakashbiggan.com/বৃদ্ধি-পেয়েছে-পৃথিবীর-আহ্নিক-গতি-২৪-ঘন্টার-কম-সময়েই-পূর্ণ-হচ্ছে-দিন/

1
$
User's avatar
@mahmudakter posted 3 years ago

Comments