♣☀আসল NOKIA চেনার উপায়☀♣☀
বাজারে নকিয়ার সেটই সবচেয়ে জনপ্রিয়, আর এই জনপ্রিয়তাকে পুজি করে এক শ্রেনীর অসাধু আমদানীকারক নিম্নমানের নকিয়া সেট এনে আপনাকে প্রতারিত করছে। আসুন দেখি কিভাবে আপনার সেট এর কোয়ালিটি ভাল মন্দ যাচাই করবেন। *#06# চাপুন। এতে করে আপনার মোবাইল এর ১৫ ডিজিট এর ( IMEI ) আই.এম.ই.আই নম্বার পাবেন। নোট: আই.এম.ই.আই ( IMEI ) = ইন্টারন্যাশনাশ মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। এখন উক্ত সিরিয়াল নম্বার হতে সাত ( ৭ ) এবং আট ( ৮) নং ডিজিট এর মান হতে আপনার সেটএর মান/ কোয়ালিটি জানতে পারবেন।
- সাত এবং আট নং ডিজিট যদি 02 বা 20 হয় , এটা এর এসেম্বলিং আমিরাত ( যাকে আমরা ডুবাই বলে ডাকি) এবং এর কোয়ালিটি খুবই খারাপ। [ অধিকাংশ সেটই ডুবাই/ আমিরাতের এসেম্বলিং করা, যাআমার চায়না হিসাবে জানি ]
- সাত এবং আট নং ডিজিট যদি 08 বা 80 হয় ,মানে হল এর ম্যানুফেকচারিং দেশ র্জামানী অথবা হাঙ্গেরি এবং এরকোয়ালিটি মোটামুটি মানের।
- সাত এবং আট নং ডিজিট যদি 10, 70, 91 বা 01,07,19 হয়,মানে হল এর ম্যানুফেকচারিংদেশ ফিন্সল্যান্ড এবং এটি খুবই ভাল কোয়ালিটির।
- সাত এবং আট নং ডিজিট যদি 00 হয়,মানে হল এটা অরজিনাল ফ্যাক্টরী হতে উৎপাদিত আর এটাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভাল কোয়ালিটিরসেট।
- সাত এবং আট নং ডিজিট যদি 13 হয় , মানে হল এর ম্যানুফেকচারিং দেশ আজারবাইযান এবং এর কোয়ালিটি খুবই খবুই নাজুক এবং এটা ব্যবহারে স্বাস্থগত সমস্যার সৃষ্ট হতে পারে।
- সাত এবং আট নং ডিজিট 30 বা03 হলেকোরিয়ার
- সাত এবং আট নং ডিজিট 40 বা04 হলে চায়নার
- সাত এবং আট নং ডিজিট 50 বা05 হলেব্রাজিল বা যুক্তরাষ্ট্রের
- সাত এবং আট নং ডিজিট 60 বা06 হলেহংকং বা মাক্সিকোর।....... আসলে নকিয়া মাল্টিন্যাশনালক োম্পানী। কোনো এককজায়গায় এটি তৈরী হয়না। মাদারবোর্ড তৈরী হয় একজায়গায় তো স্ক্রিণ ডিসপ্লে তৈরী হয় অন্য কোথাও। 1 এপ্রিল 2004 এর আগের ফোনগুলোতে সেটটি সংযোজন করা হয় যে দেশে, সেই দেশের কোড (Final Assembly Code বা FAC) IMEI এর প্রথম 6ডিজিট এ থাকতো (TAC FAC)
2
$
@ousa
posted
4 years ago
ধন্যবাদ, শিক্ষণীয় পোষ্ট আমাদের সাথে সিয়ার করার হন্য,আশা করি আরো অনেক কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে। গুরুত্বপূর্ণ পোষ্ট গুলো সবসময় সিয়ার করবেন।যাতে সবাই জানতে পারে।