প্রচলিত একটা প্রবাদ আছে, রাত বারোটার পরে শীষ বাজানো উচিৎ না।

ধারনা করা হয়, এই সময় অন্ধকার নরকের কুকুররা এই শীষের শব্দ শুনতে পায়, এবং শীষ দেয়া ব্যাক্তির কাছে আসার চেষ্টা করে।

লোকে বলে, খুব ভোরে যারা গোসল করার সময় শীষ বাজায়, তারা প্রায়ই ভোরের সময় ঘরের আনাচে কানাচে অশরীরী ছায়া বা আকৃতি দেখতে পায়।

যদি কেউ চেষ্টা করিতে চান, পুরো বাড়ির আলো নিভিয়ে ৩০ সেকেন্ড ধরে শীষ দিতে থাকুন। বলা হয়, আপনি অদ্ভুত একধরনের শব্দ শুনতে পাবেন, আর অনুভব করবেন গরম একটা বাতাস আপনার দিকে এগিয়ে আসছে।

আর এটাই তোমার দেহজ্যোতি শুকতে শুকতে আসা সেই নরকের কুকুর।

চেষ্টা করার সাহস করবে কি??

1
$
User's avatar
@sumaiyakter posted 3 years ago

Comments