যখন রাত আসে তখন ঘুম আসে, যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে, যখন স্বপ্ন আসে তখন তুমি আসো; যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না।

একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয়। মনের আরাম।

পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবছেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা।

রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে।

5
$
User's avatar
@Ostina1 posted 4 years ago

Comments

অনেক গুরুত্বপূর্ণ কথা অনেক বোঝার আছে শিখার অাছে ধন্যবাদ বোন এই পোস্টটি করার জন্য

$ 0.00
4 years ago

চমৎকার লিখনী। লেখাটি ছোট হলেও এটি খুব গুরুত্বপূর্ণ একটি ভাবার্থ বহন করেছে। একটি মেয়ের জীবন কাহিনীর সংক্ষিপ্ত একটু অংশ বর্ননা করেছেন। তবে এর বাইরেও মেয়েদের অনেক কিছুর সম্মুখীন হতে হয়। সে জন্য হয়তো সৃষ্টিকর্তা মেয়েদের আলাদা একটা ধৈর্য্য শক্তি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। লেখাটুকু খুব ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইলো অশেষ।

$ 0.00
4 years ago

একটা মেয়েকে জীবনে অনেক কিছু সহ্য করতে হয়।🙂

$ 0.00
4 years ago

একজন মেয়েকে পৃথিবীতে অনেক কঠিন কিছু সাথে লড়াই করে জীবন চলতে হয়।মেয়েরা চাইলে সবকিছু করার সাধ্য থাকেনা কারণ সমাজ তাদের বিরুদ্ধে থাকে সবসময় মেয়েদের। সমাজে মেয়েদের সবচেয়ে বেশি পিছিয়ে রাখা হয় রাখা হয়।

$ 0.00
4 years ago