আমি রিভেঞ্জ অব ন্যাচারে বিশ্বাসী না; কেউ আমাকে কষ্ট দেওয়াতে সে এখন কষ্ট পাচ্ছে, আমার এই চিন্তাটা মূলত আমার আত্মসন্তুষ্টির চর্চা। কেউ কোন অপরাধ করলে, আমি প্রতিশোধপরায়ণ মনোভাব সৃষ্টি না করে, তাকে মুক্তি দেই। প্রকৃতি একদিন সব অপরাধের রিভেঞ্জ নিয়ে নিবে, এই ভুল বিশ্বাসে আমার বাঁচতে ভাল লাগেনা।

একটা ভুল মানুষের জীবনের দুঃসময় দেখার জন্য ব্যক্তিগত সময় বিনিয়োগ করাটা সবচেয়ে বড় ভুল। ভুলকে চলে যেতে দিতে হয়। এতটা দূরে যেতে দিতে হয়, যাতে বাকি জীবনে তার পেছনে নিজের এমন মূল্যবান সময়ের একটা ক্ষুদ্র অংশও আর খরচ না করা লাগে।

আমার দুঃখবোধ, আমার যাতনা; আমার জীবনের অংশ। এর জন্য আমি প্রকৃতির কাছে হাত পাতি না কখনো। আমি এমন কেউ নই যে আমাকে দুঃখ দিলে, প্রকৃতি তার রিভেঞ্জ নিয়ে নিবে। বরং সে তার পরবর্তী জীবনে যে দুঃখবোধের কাছে পৌছায়, সেটাও তার জীবনের খুবই ক্ষুদ্র একটা অংশ।

রিভেঞ্জ অব ন্যাচার বলে কিছু নাই। আমরা এটাকে সৃষ্টি করেছি; আমরাই এটাতে আনন্দ খুঁজি। প্রতিটি মানুষের জীবন আলাদা আলাদা ভাবে সাজানো। আমাকে দুঃখ দেওয়ার জন্য কেউ দুঃখ পাবেনা; তার দুঃখ তার জীবনের অংশ। আমার দুঃখ আমার জীবনের অংশ।

রিভেঞ্জ অব ন্যাচারের মুখের দিকে না তাকিয়ে থেকে, আমাদের উচিত মন থেকে ঘৃণার চাষাবাদ বন্ধ করা। প্রতিশোধপরায়ণতা তাদের করা অপরাধের চেয়েও নোংরা।

আমার শত্রুও যাতে খারাপ না থাকে; প্রকৃতি তাদের প্রতি সহানুভূতিশীল আচরন করুক। ভাল থাকুক তারা, ভালোবাসার বিনিময়ে দুঃখ ছড়িয়েছিলো যারা। ভাল থাকুক সবাই।

1
$
User's avatar
@sumaiyakter posted 4 years ago

Comments