স্বার্থপর --রাকিবুল হাসান
আজ অবধি আমার সাথে করেছে যারা সং জানতামনাতো তার ভেতরে কত ছিল রং।
একেক সময়ে স্বার্থ নিয়ে করেছে যত খেলা পরিচয় তার পাওয়া হয়ে যায় শেষ বেলা।
আমিতো চাইনি সম্পর্ক মাঝে থাকুক কারো স্বার্থ আমিতো চাইনি পরিমাপ করে কার কতটা অর্থ।
সেই থেকে আজও আমি চিনতে পারিনি রং বুঝতে পরিনি কথার মাঝে ছিল কত ঢং।
এখন শুধু চেষ্টা করি নিজেকে নিজে খুঁজতে স্বার্থপরের আড্ডা থেকে একটু দুরে থাকতে।
সুখে নয় দুঃখের সময় থাকতে চাই সবার বিনিময়ে তার জন্য চাইনা কিছু পাবার।
অর্থ আর স্বার্থ যেখানে থাকবে মিলেমিশে রক্তের বাঁধনও তারই নিচে মরবে পিষে পিষে।
স্বার্থ নিয়ে কেউ করোনা কারো সাথে বন্ধন শেষের পরিণতি হবে আর্তনাদের ক্রন্ধন।
8
$
@Rakibul287476
posted
4 years ago
Amazing post