নিচের গল্পটি পড়ে দেখুন......

আপনার মন-মানসিকতা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ্। একদা এক দিন কিছু লোক এক অন্ধকার টানেল অতিক্রম করে যাচ্ছিল। হঠাৎ পায়ের তলায় সূচাল পাথর জাতীয় কিছু অনুভব করল তারা। এদের কেউ কেউ তখন সে পাথরগুলো তুলে পকেটে ভরে নিল

অন্যরা যেন কষ্ট না পায় এই ভাল নিয়তেই তারা এটা করেছিল। কেউ কিছু নিল, আর কেউ নিলই না। অবশেষে যখন অন্ধকার টানেল থেকে বের হল, দেখল তাদের কুড়ানো পাথরগুলো ছিল ডায়মন্ড/ হীরা- তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যারা কম নিয়েছিল তাদের বেশ আফসোস হচ্ছিল যে কেন আরও বেশি তারা তুলে নিল না; আর একেবারেই যারা নেয় নি তারা আরও বেশ অনুশোচনা করতে লাগলো। এই দুনিয়া ঠিক এই অন্ধকার টানেলের মতই। আর এখান কার ভালো কাজগুলো ডায়মন্ডের মত... আখেরাতে যাদের ভালো কাজের পরিমাণ কম হবে, তারা আফসোস করতে থাকবে কেন আরও ভালো কাজ তারা দুনিয়ায় করেনি!!!

1
$
User's avatar
@ousa posted 3 years ago

Comments

গল্পটি অসম্ভব সুন্দর গল্প। দুনিয়া একটি শস্যক্ষেত্র। এখানে আমরা যা ফলাবো আখিরাতে তাই পাবো। তাই আমরা দুনিয়াতে সবসময় ভালো কাজ করতে চেষ্টা করবো। আল্লাহর হুকুম পালন করবো।

$ 0.00
3 years ago

খুব সুন্দর একটি কথা বলেছেন। সত্যিই এই দুনিয়াটা একটা শষ্য ক্ষেত্র।এইখানে আমরা যেমন কাজ করবো আখিরাতেও ঠিক তেমন ফলই পাবো।

$ 0.00
3 years ago