মনুষ্যত্ব –

একদিন লিখেছিনু আদর্শ যে হবে “কথায় না বড় হয়ে কাজে বড় হবে” | আজ লিখিতেছি বড় দুঃখ লয়ে প্রাণে তোমরা মানুষ হবে কাহার কল্যাণে ? মানুষ গড়িয়া ওঠে কোন্ উপাদানে ; বাঙালি বোঝেনি তাহা এখনো জীবনে— পুঁথি হাতে পাঠ শেখা—দু-চারটে পাশ আজিকার দিনে তাহে মিলে না আশ্বাস, চাই শৌর্য, চাই বীর্য, তেজে ভরা মন “মানুষ হইতে হবে” হবে এই পণ— বিপদ আসিলে কাছে হবে আগুয়ান দুই খানি বাহু বিশ্বে সবারি সমান— দাতার যে দান তাহা সকলেই পায় কেউ ছোট কেউ বড় কেন হয়ে যায়! কেন তবে পদতলে পড়ি বারবার ? “মনুষ্যত্ব” জাগাইলে পাইব উদ্ধার— | যত অপমান, যত লাঞ্ছনা পীড়ন একতার বলে সব হইবে দমন! তেজীয়ান, বলীয়ান সেই ছেলে চাই সোনার বাংলা আজি হারায়েছে তাই | আবার গড়িতে হবে বীর শিশুদল, বাংলার রূপ যাহে হবে সমুজ্জ্বল—

5
$
User's avatar
@Roman123 posted 4 years ago

Comments

জ্ঞানহীন মানুষ পশুর সমান।

$ 0.00
4 years ago

Great job bro.

$ 0.00
4 years ago

Nc

$ 0.00
4 years ago