চোখের সামনে মিথ্যে একটা স্বপ্নের সাইনবোর্ড টাঙিয়ে আমরা হেঁটে যাই অনিশ্চিত গন্তব্যে। বহুদূর পেরিয়ে যখন গন্তব্য খুঁজে না পাই, তখন আমরা পিছু ফিরে দেখি। ততদিনে আমাদের জীবন অন্তিমকালে দাঁড়িয়ে। মিছে স্বপ্নের পিছনে ছুটতে ছুটতে জীবন তলানিতে এসে ঠেকে, অথচ আমাদের যাপন করা হয় না একটিও সুখের মুহূর্ত!
তাইতো জীবনের প্রতিটা মুহূর্তকে যাপন করা, স্মৃতিময় করা উচিত। যেন কখনো আক্ষেপ করে বলতে না হয়, ফুরিয়ে গেলো জীবন! আহা জীবন, আহারে জীবন!
Comments
সময় থাকতে সঠিক পথ বেছে নিন। জীবনটা উপভোগ করুন।
দাঁত থাকতে কেউ দাঁতের মর্যাদা দেয় না। যার যা আছে সে তা নিয়ে খুশি না। অন্যের পিছনে ছুটতে ছুটতেই জীবন শেষ। সময় শেষ সবার পর সবাই বুঝে যখন কিছু করার থাকে না তখন সব বুঝে। সবাই সামনের দিকে এগিয়ে যেতে চায় পিছনে কেউ তাকায় না। একটু সুখে মন ভরে না। তাই বড় সুখের আশা করে এবং জিবনে ও সুখ পায় না।
জীবন যখন যেরকম থাকে সেরকম ভাবেই তাকে উপভোগ করা উচিত
।আলহামদুলিল্লাহ।সময় থাকতে আমরা সঠিক গন্তব্য স্থানে পৌঁছাতে পারি না। আমাদের উচিত সামনের পথগুলো ভালোভাবে চলা। সত্যি অসাধারণ একটি পোস্ট করেছেন। এরকম আরো অনেক শিক্ষামূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে অনুপ্রেরণা দেয়ার জন্য। আশা করি সাবস্ক্রাইব করবেন
সত্যি বলতে আমরা ভালো-খারাপ বিবেচনা না করে, ভুল পথে পা বাড়ায়.... আমরা ভুল পথটা সঠিক মনে করে এগিয়ে যেতে থাকি। শেষ পযর্ন্ত এসে যখন কোন কুল পাইনা তখন বুঝতে পারি আমার ভুল পথে অনুসরণ করছি সেটা।।ততদিনে অনেক বেশি দেরি হয়ে যাই সঠিক পথটা বেঁচে নিতে।