জ্ঞান সমুদ্রের চেয়েও বিস্তৃত।আমরা যতো জ্ঞান অর্জন করি,ততই,আমাদেরর তৃষ্ণা বেড়ে যায়।সুতারাং জ্ঞানর্জনে কোন প্রকার প্রতিবন্ধকতা মোটেই কাম্য নয়।জ্ঞান সমুদ্রে মুক্তভাবে বিচরণ করার অধিকার সবার আছে।
Comments
জ্ঞানহীন মানুষ পশুর চেয়েও অধম ।তাই আমাদেরকে জ্ঞান কে সঠিকভাবে পরিচর্যা করে সফলতা অর্জন করা আমাদের উচিত। জ্ঞানী ব্যক্তি সবখানে সম্মানের পাত্র হয়ে থাকে সবাই তাকে সম্মান করে তার থেকে উপদেশ নিতে আসে। আল্লাহু আমাদের যথেষ্ট জ্ঞান দিয়েছে ,,, সেই জ্ঞান কে আমার পরিচর্চা করি না যার কারণে আমরা জ্ঞানহীন হয়ে থাকি।
জ্ঞানের সাগরে একবার যে ডুবেছে সে আর যাই হোক ফিরিতে চাহিবে না কোনো দিন, অসম্ভব সুন্দর হয়েছে প্রিয়
অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য আসলেই ঠিক বলেছেন,, জ্ঞান অর্জন করা মূল্যবান একটা কাজ,,যে ব্যক্তি প্রকৃত জ্ঞান অর্জন করেছে,, সে জ্ঞান অর্জন করতে থাকবে সারাজীবন তার কোন প্রতিবন্ধীকথা থাকবে না ।এগিয়ে যাবে অজানাকে জানার অচেনাকে চেনা আগ্রহ থাকবে তারমধ্যে।
শিক্ষা আর জ্ঞান এর মাঝে বহুত তফাৎ।জ্ঞান অর্জন করা কখনো শেষ হয়।বলতে গেলে এর শুরু আছে শেষ নেই।
শিক্ষার কোন শেষ নেই ,,, মানুষ চাইলে মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা অর্জন করতে পারে।যে যত বেশি শিক্ষা অর্জন করবে সে তত বেশি সফল হবে যত বেশি শিক্ষা অর্জন করতে পারবে তত বেশি জ্ঞানী হবে। তোমাকে আমাকে সব সময় সচেতন থাকা উচিত।
জ্ঞান ছাড়া মানুষ অজ্ঞান যে মনুষ্যত্বের জ্ঞান আছে সেই আসল মানব জাতি জ্ঞানহীন মানুষ শূন্য গোয়াল থেকেও খারাপ একজন ব্যক্তি তার জ্ঞান দিয়ে একজন নেতা জ্ঞান দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত পরিচালনা করে থাকে। জ্ঞান ছাড়া মানুষ অনেক কিছুই করতে পারে না।আল্লাহতালা মানুষকে জ্ঞানের ভান্ডার দিয়ে সৃষ্টি করেছে।তোমরা কি সেই জ্ঞানকে কাজে লাগাও এবং জীবনের সাফল্যের দিকে এগিয়ে যাও।জ্ঞানহীন মানুষ লোভে পরিণত হয় জ্ঞানহীন মানুষ শূন্যতায় ভেসে।