জীবনের তাগিদে নিজের সুপ্ত প্রতিভা যখন জলাঞ্জলি দিতে হয়, তখন কোথাও না কোথাও সেই স্বত্বাটি অন্তিম মুহূর্তে এসে অভিশাপ দিয়ে যায়। তবুও বেচে থাকার তাগিদে জীবনের অনেক স্বপ্ন, প্রতিবার কোরবানি নিজ হাতেই দিতে হয়....

5
$
User's avatar
@FAHIM13 posted 3 years ago

Comments

অসাধারণ লিখেছেন আসলে আমাদের জীবনে বেঁচে থাকতে হলে অনেক কিছু ত্যাগ করতে হয়। অনেক সময় নিজের স্বপ্নকে মাটিচাপা দিতে হয়।

$ 0.00
3 years ago

কত স্বপ্ন ছোঁয়ার আগেই ভেঙ্গেযায়। কত ইচ্ছে ত্যাগ করতে হয়।

$ 0.00
3 years ago

স্বপ্ন মানুষ এর বেঁচে থাকার একমাত্র অবলম্বন ।স্বপ্ন একবার হারিয়ে গেলে ও আমরা বারবার স্বপ্ন দেখে থাকি ,,কিন্তু মধ্যবিত্তরা জীবনের তাগিদে জলাঞ্জলি দিতে তাদের স্বপ্ন গুলো বাতিল হয়ে যায়,, স্বপ্ন বাস্তবায়ন করার সামর্থ্য থাকেনা ,,, তাই হারিয়ে যাই হাজার হাজার স্বপ্ন রাতের বেলা স্বপ্ন দেখে দিনের আলোতে সেই স্বপ্নগুলো মাটিচাপা দিতে হয়।

$ 0.00
3 years ago

হুমমম অনেক অনেক ধন্যবাদ। খুব গুছিয়ে বলেছেন।

$ 0.00
3 years ago

একদম ঠিক বলেছেন।এই জলাঞ্জলি টা বেশিরভাগ সময় মধ্যবিত্ত পরিবারের মানুষদের দিতে হয়।না চাহিতে ও দিতে হয়।

$ 0.00
3 years ago

হুমমম। মধ্যে বিত্তরা সব থেকে বেশি জলাঞ্জলি দিয়ে আশায় আশায় বেচে থাকে।

$ 0.00
3 years ago

হুম্।যারা মধ্যে বিত্ত একমাত্র তারাই উপলব্ধি করতে পারে টাকা কি জিনিস।

$ 0.00
3 years ago

আসলেই

$ 0.00
3 years ago

আসাধারন লিখেন

$ 0.00
3 years ago

ধন্যবাদ উৎসাহিত করার জন্য

$ 0.00
3 years ago

ধন্যবাদান্তে

$ 0.00
3 years ago

$ 0.00
3 years ago