রাগ একটি মানবিক দূর্বলতা .. কিন্তু, রাগী মানুষগুলো সাধারণত ভালো মনের হয়।
কথা একটি শিল্প .. কিন্তু কথা যারা গুছিয়ে বলতে পারে না, তারা সাধারণত ভালো মানুষ হয়।
উদ্বিগ্নতা একটি মানসিক সমস্যা .. কিন্তু, অল্পে বিচলিত মানুষগুলোও সাধারণত ভালো মানুষ হয়।
আসুন, মানুষের ভেতরের মানুষটাকে আবিষ্কার করার চেষ্টা করি৷ Asif Ahmed alvi
4
$
@Montasin11
posted
4 years ago
Comments
আপনার সাথে আমিও সহমত আসলে যে মানুষগুলো কথায় কথায় রাগ করে ফেলে ,,বেশি কথা বলে বেশি,, চঞ্চলতা থাকে, সেই মানুষগুলো মনের দিক থেকে অনেক ভাল হয়। অন্তত তারা মূখে এক অন্তরে আরেক থাকে না। তারা যা করে যা বলে সব সময় সরাসরি করে সরাসরি বলে তাদের মনে কোনো প্যাচ থাকেনা থাকে না কোন অহংকার গৌরব হিংসা কিন্তু আমরা তাদের বুঝতে পারিনি।
অবশ্যই, তোমার সাথে একমত