যাদের মন ভালো৷ তাদের কপাল খারাপ! কি বলেন? ঠিক কিনা?
3
$
@FAHIM13
posted
4 years ago
Comments
তবুও অধিকাংশ ক্ষেত্রেই সেরকম বলে মনে হয়। তবে কপালের দোষ দিতে দিতে মানুষ যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন সে কর্মের মাধ্যমে কপাল পরিবর্তনের জন মরিয়া হয়ে উঠে।
আল্লাহ সবাইকে একটা সুন্দর মন দিয়েছেন। এতে কোনো ভুল নেই।।। কিন্ত মানুষ সেই সুন্দর মন এর সুন্দর ব্যবহার করতে পারে না। কপালে যা আছে তা হবেই।। আর একটা কথা আছে তা হলো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই জন্মে হয়তো সব কিছু পূরণ হবে না সব পাওয়া হবে না। পরের জন্মে আল্লাহ তাআলা সব পূরণ করে দিবেন। তাই ধৈর্য্য ধারণ করতে হবে।।।
আপনি পরের জন্মের বিশ্বাস করেনন?
আখিরাতে বিশ্বাস করি
মাশাল্লাহ, খুব ভালো একটা মন্তব্য করেছেন। আল্লাহর উপর ভরসা থাকলে একদিন না একদিন সব ইচ্ছে পূরণ হবে৷ অনেক ধন্যবাদ আপনাকে
মন ভালো হলে যে কপাল খারাপ হবে সেরকম কিছুইনা,,মানুষ যেমন পরিবর্তশীল ঠিক তেমনি কপালও পরিবর্তনশীল, আজ যে ব্যক্তি আপনার চোখের খুব ভালো সে একদিন হয়তো আপনার চোখে সবচেয়ে খারাপ হবে,আর আজ যে কপালটা কে আপনি খারাপ ভাবছেন, একদিন হয়তো সে কপালটা নিয়ে গর্ব করবেন। তাই কপাল আর মন নিজে থেকে নিয়ন্ত্রণ হয়না,, সেগুলো আমরা যেভাবে নিয়ন্ত্রণ করবো সেভাবে হবে।