মন খারাপ হয়ে যায় যখন মসজিদে শিশুদেরকে ধমক দিতে দেখি । মসজিদে শিশুরা যেন বেশি যায় তার জন্য মসজিদে চকলেট দিয়ে এসেছি।
যে শিশুরা একদিন ওমর ( রা ) , খালিদ বিন ওয়ালিদ , সালাউদ্দিন আইয়ুবী মত হবে তাদেরকে কেউ মসজিদে আসতে নিষেধ করতে পারে না।
এখন মসজিদগুলোতে মকতবের মত বাচ্চাদের নীতি নৈতিকতা শেখানো হয় না, মসজিদ থেকে সামাজিক কাজ পরিচালিত হয় না। অথচ এই মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করা হয়েছে। সমাজকে পরিবর্তনে জন্য কথার তাবিজ নয়, বাস্তবভিত্তিক কাজ দিয়ে পরিবর্তন করতে হবে। শিশুদেরকে ভালোবাসাতে হবে।
একটি মসজিদকে সর্বস্তরের মানুষের জন্য মডেল তৈরি করতে হবে যেন সেখান থেকে শিক্ষা নিয়ে বৃদ্ধ-শিশু, ধনী-গরীব, শাসক-প্রজা, মালিক-দারোয়ান সবাই এক সাথে কাধ মিলিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র ও সমাজ তৈরির জন্য কাজ করতে পারে। মসজিদ থেকে ধমক খেয়ে কোন শিশু বাড়ি ফিরবে না, বরং, ফেরেশতার মত একটা শিশু খুশি মনে চকলেট খেতে খেতে বাড়ি ফিরুক এই স্বপ্ন দেখুন।
খুবই সুন্দর লেখনি আপনার🥰🥰 eep it up bro!!