শক্তি একটি মানবীয় সম্পদ।শক্তি ব্যবহার করে আমরা বিভিন্ন রকম কাজ করে লক্ষ্যে পৌঁছাই। এই সম্পদটা আমরা অর্জন করি। সবাই একরকম নয়।সবার শক্তিও একরকম নয়।সবার শক্তিও প্রমাণ হিসেবে আমরা দেখি কেউ শক্তি দিয়ে অনেক কাজ করতে পারে,আবার কেউ অল্পতেই শক্তি হারিয়ে ক্লান্ত হয়ে পড়ে।অন্যান্য সম্পদের মত শক্তি ব্যবহার আমাদের যত্নবান হতে হয়।যেকোনো কাজ এমন ভাবে করতে হবে, যাতে সে কাজে আমাদের কম শক্তি ব্যয় হয়।প্রতিদিন আমাদের শক্তি ব্যবহার করে অনেক কাজ করতে হয়। সুতরাং আমাদের কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করার চেষ্টা করতে হবে।অন্যান্য সম্পদের মত শক্তিও সীমিত।তাই এই শক্তিকে ভালোভাবে কাজে লাগাতে হবে একটা কর্ম তালিকা করতে হবে। যার মাধ‍্যমে শক্তির অপচয় রোধ করা যায়।

2
$
User's avatar
@Wasia.22 posted 4 years ago

Comments

আমরা যদি অল্পতেই অনেক শক্তি অপচয় করি।তাহলে সেটা আমাদের কাজে সফলতার জন্য, ক্ষতি হতে পারে আমাদের মানবদেহের জন্য অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। আমাদের মানব দেহে যদি 10 কেজি ওজনের একটি বস্তা দেওয়া হয়। কিন্তু আমি এই ওজন নেওয়ার জন্য দু কেজিতে যথেষ্ট। কিন্তু শক্তির অপচয় করে আমি নিজের ক্ষতিগ্রস্ত করে 10 কেজি ওজনের বস্তা নিজের কাঁধে নিয়ে নেই।এতে আমার কাজের ব্যাঘাত ঘটছে নিজের শরীরের ক্ষতি হচ্ছে শক্তি অপচয় হচ্ছে।

$ 0.00
4 years ago

শক্তি হলো আমাদের বেঁচে থাকার অনুপ্রেরণা, যদি আমাদের শক্তি দুর্বল হয়ে আসে তাহলে আমরা নিজেরাই দুবর্ল হয়ে যাই,শক্তি না থাকলে আমাদের কাজ করা সামর্থ্য থাকেনা,কাজ না করলে আমরা জীবিকা তাগিদ মেটাতে পারবোনা,, মোট কথা বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজনীয়তা অপরিসীম।

$ 0.00
4 years ago