শিক্ষায় জাতির মেরুদণ্ড! **”***** ** আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি “জ্ঞানী গুণী মানুষরাই জাতির শ্রেষ্ঠ সন্তান” এটাকে তূলনা করতে গিয়ে মনীষীরা “শিক্ষায় জাতির মেরুদণ্ড” মহা মূল্যবান প্রবাদ বাক্যটি চালু করেন! শিক্ষাকে তারা মেরুদণ্ডের সাথে কেন তূলনা করেছিলেন,তা একটু দেখি! মানুষের শরীরের মধ্যে মেরুদণ্ড ছাড়া ও আরো অনেকগুলো অংশ আছে, যেগুলো কোন না কোন পার্শ্বে মেরুদণ্ডের সাথে সংযুক্ত! সুতরাং, একটা শরীর থেকে যদি মেরুদন্ডকে আলাদা করা হয়, শরীরের বাকি অংশ গুলো ধীরে ধীরে খসে পড়বে, এটাই শরীরের স্বাভাবিক কাঠামো! শিক্ষার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা! আর জ্ঞানের প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো সৃষ্টি জগতকে আলোকিত করা!! আলোকিত করা মানে তার প্রতিভার দ‍্যুতি দিয়ে অজ্ঞানীদের জীবন ব‍্যবস্থাকে ও সুন্দর ও সাবলীল ভাবে গড়ে তুলতে সাহায্য করবে! আর সেটা অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। আমরা বার বার একটা কথা বলি, #শিক্ষা এই #শিক্ষা প্রকৃতপক্ষে কি? কোন কিছু মানুষ তার মেধার মাধ্যমে অর্জন করে তা-ই #শিক্ষা! এই মেধাকেই সাধারণ ভাবে জ্ঞান বলে। মানুষের এই জ্ঞান কয়েক ভাবে অর্জিত হয়। যেমন:- #সত্ত্বাগত জ্ঞান। যা মহান রাব্বুল আলামিন স্বাভাবিক প্রত‍্যেক মানুষকে দান করেন। #অর্জিত জ্ঞান। যা মানুষ সময়ের প্রয়োজনে বিভিন্নস্থানে বিভিন্ন ভাবে কারো মাধ্যমে অর্জন করে। সেটা কোন বস্তু বা ব‍্যক্তি যে কেউ হতে পারে!

6
$
User's avatar
@Sraboni3632 posted 4 years ago

Comments

হে প্রিয় তুমি যথার্থই বলেছো। আসলেই শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া আমাদের এই সমাজে কোন অস্তিত্ব নাই।শিক্ষা না থাকলে আমরা কখনও এই সমাজের সোজা হয়ে দাঁড়াতে পারবো না। আমাদের জীবন হয়ে পড়বে নীরস এবং হতাশা যোগ্য। আমাদেরকে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে অবশ্যই প্রকৃত শিক্ষা অর্জন করতে হবে। যার মাধ্যমে আমরা সমাজে সু-প্রতিষ্ঠিত ও সুশিক্ষিত হতে পারব। শিক্ষা আমাদেরকে স্বাবলম্বী হতে সাহায্য করে। এটা আমাদের জীবনের সঠিক মূল্য বলছে সাহায্য করে। আমাদের প্রত্যেকের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত সঠিক শিক্ষা অর্জন। এবং নিজেদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা। আমরা যদি সঠিক শিক্ষা অর্জন করতে পারি তাহলে সেটা আমাদের সকলের জন্যই মঙ্গলজনক হবে।আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় আমাদের মাঝে এত সুন্দর একটি উক্তি প্রকাশ করার জন্য। আপনার জন্য রইল গভীর ভালোবাসা অন্তরের অন্তরস্থল থেকে। এগিয়ে চলেন এভাবেই। দোয়া রইল ভবিষ্যতে যাতে আমাদের আরও সুন্দর সুন্দর এরকম উক্তি উপহার দিতে পারেন।

$ 0.00
4 years ago

শিক্ষা হলে হবে না শুধু,সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

$ 0.00
4 years ago

শিক্ষা জাতির মেরুদন্ড। মানুষ যেমন মেরুদন্ড ছাড়া চলতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া একটি দেশ অচল হয়ে যায়।মানুষের বিবেক বিবেচনা মনুষ্যত্ববোধ সবটাই কিন্তু শিক্ষা থেকে আসে। শিক্ষা ছাড়া কোন জাতি কোনদিন কোন উন্নতি লাভ করতে পারে নাই।একজন প্রকৃত মানুষ হতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে।শিক্ষিত না হলে জীবনে কোনো উন্নতি লাভ করা সম্ভব নয়। ভালো কিছু আশা করতে হলে তাকে অবশ্যই শিক্ষিত হতে হবে।

$ 0.00
4 years ago

একজন প্রকৃত মানুষ হতে হলে প্রকৃত জ্ঞান থাকতে হবে। আর সঠিক জ্ঞান অর্জন করার জন্য শিক্ষিত হতে হবে। শিক্ষা ব্যতিত কেউ জ্ঞান বান হতে পারেনা। তাই শিক্ষা কে জাতির মেরুদণ্ড বলা হয়,মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে চলতে পারেনা, শিক্ষা ছাড়াও তেমনি কোন জানি জ্ঞানী হতে পারেনা।

$ 0.00
4 years ago

আপনার পোস্ট খুব ভাল লেগেছে

$ 0.00
4 years ago

yes dear you are right... education is the backbone of nation... a country can't progress without EDUCATINAL qualifications.... now its fact is.. only education of institutions is not only education... we learn lots of things from our nature.... from our lifes... thanks for sharing this beautiful post.....

$ 0.00
4 years ago